Optical Illusion: পাতার মধ্যেই মিশে রয়েছে বিষধর সাপ! খুঁজে না পেলেই চরম বিপদের আশঙ্কা
Optical Illusion Picture: পাতার মধ্যে মিশে থেকে বিপদ আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে সাপটি। পাতার মধ্যে এমনভাবে মিশে রয়েছে বিষধরটি যে একনজরে দেখে বোঝার উপায় নেই
কলকাতা: 'পদে পদে বিপদ' এমন কথা আকছাড় শোনা যায়। কিন্তু একেবারে পায়ে পায়ে সেই বিপদ আসে তাহলে প্রাণসংশয় হতে বাধ্য। পাতার মধ্যে মিশে থেকে বিপদ (Danger) আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে সাপটি (Snake)। পাতার মধ্যে এমনভাবে মিশে রয়েছে বিষধরটি যে একনজরে দেখে বোঝার উপায় নেই। রীতিমতো দৃষ্টিভ্রমও (Optical Illusion) বলা যায়। Reddit এ এই ছবিটি জনপ্রিয় হয়েছে। সেখানের ব্যবহারকারীরা এই ছবি থেকে সাপটিকে খুঁজে পেতে গলদঘর্ম হয়েছেন প্রায়।
ছবিটি কোনও জনবসতিপূর্ণ এলাকায় নয়, একটি গভীর জঙ্গলে। যেখানে চতুর্দিকে বিপদ রয়েছে ওৎ পেতে। এর প্রমাণ অবশ্য পাওয়া যায় এই ছবিটি থেকে। জঙ্গলের মাটিতে পাতা পড়ে গালিচা তৈরি করেছে। সবুজ পাতা, কাঠের টুকরো, গাছের ডাল সেখানে ছড়িয়ে রয়েছে সর্বত্র। এরই মধ্যে অতি সন্তর্পণে লুকিয়ে রয়েছে একটি বিষধর সাপ। যার গায়ের রঙ মিলেমিশে গিয়েছে পাতার সঙ্গে।
আরও পড়ুন, কফি বিনসের মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের মুখ! আপনি খুঁজে পেলেন কি?
এই ছবিটি Reddit এ পোস্ট করে এক লেখক লিখেছেন যে, এই কারণেই বোধহয় বলে, জঙ্গলে পা রাখার পর প্রতিটি পদক্ষেপ, পা ফেলা অত্যন্ত সাবধানের সঙ্গে ফেলতে হবে। নেটিজেনরা অনেকেই বলেছেন যে এই ছবি থেকে উত্তর পেতে পঞ্চইন্দ্রিয় বেগ পেয়েছে। এই ছবি দেখে অনেকেই তাদের জঙ্গলের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। জানিয়েছেন, কেন জঙ্গলে গেলে সবসময় লাঠি নিয়ে যাওয়া উচিত। বিশেষত এই ছবির ক্ষেত্রে স্পষ্ট যে লাঠি নিয়ে পাতা সরিয়ে না দেখলে চোখেই পড়বে না বিষধরকে।
এই ছবি দেখার পর নেটিজেনদের অভিজ্ঞতা হল- বাবু সাবধান। অনেকেই বলেছেন তারা একদম ক্লোজড টো শ্যু পরে যান। এছাড়াও অনেকেই নানা রকমের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই ছবিটি দেখার পর। আপনি খুঁজে পেয়েছেন সাপটিকে?
রইল সমাধান
একটু ভাল করে দেখলে দেখবেন একদম ইংরেজি বর্ণ এস এর মতো করে শুয়ে রয়েছে সাপটি। বিষধর এই তামাটে রঙের সাপটি পাতার ওপরেই কিন্তু রয়েছে৷