Viral Video: আন্ডারপাসে গলা অবধি জলে আটকে গেল গাড়ি! জীবন বাজি রেখে যাত্রীদের প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার!
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক পুলিশ ব্যতিক্রমী সাহস দেখিয়ে একটি গলা অবধি জলমগ্ন আন্ডারপাসের নীচে গাড়িতে আটকে পড়া একটি পরিবারকে উদ্ধার করে।

নয়া দিল্লি: বুধবার দু'ঘন্টারও বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের ফলে মথুরা একাংশ জলমগ্ন হয়ে পড়ে। যার জেরে স্তব্ধ হয়ে যায় শহরের একাধিক জায়গা। রাস্তায় বেরিয়ে মাঝ রাস্তাতে আটকে পড়েন অনেকেই। এরই মধ্যে একটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, জলে আটকে পরা যাত্রীদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণে বাঁচালেন এক যাত্রী।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক পুলিশ ব্যতিক্রমী সাহস দেখিয়ে একটি গলা অবধি জলমগ্ন আন্ডারপাসের নীচে গাড়িতে আটকে পড়া একটি পরিবারকে উদ্ধার করে। মথুরা পুলিশের প্রধান রিজার্ভ (ট্রাফিক) কুলদীপ মালিক যখন ঘটনাস্থলে পৌঁছন, তখন গাড়িটি প্রায় জলের নিচে অদৃশ্য হয়ে গিয়েছিল। জল যখন তার গলা পর্যন্ত উঠে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ট্রাফিক পুলিশ আর দ্বিতীয়বার ভাবেনি। ওই ঘোলা জলেই ঝাঁপিয়ে পড়েন তিনি। এরপর আটকে পড়া দুই যাত্রীকে নিরাপদে বের করতে সক্ষম হন। পুলিশের এই কীর্তিতে একটি মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছিল।
সোশাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে, উত্তরপ্রদেশের পুলিশ পোস্ট করেছে এই ভিডিওটি দিয়ে। সেখানে তারা লিখেছে, "গলা পর্যন্ত জল, তবুও সাহস অটল।" চাপের মুখে পুলিশের এইরূপ দ্রুত প্রতিক্রিয়া এবং শান্ত মনোভাব জনসেবার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তার এই কাণ্ড #UPPCares-এর সর্বোত্তম মনোভাবকে প্রতিফলিত করে। উদ্ধারের এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানেই সকলেই এই অফিসারের প্রশংসায় পঞ্চমুখ।
गले तक पानी, पर हिम्मत अडिग—
— UP POLICE (@Uppolice) September 30, 2025
मथुरा शहर के अंडरपास के पास @mathurapolice के मुख्य आरक्षी (यातायात) कुलदीप मलिक, ने सूझबूझ और साहस दिखाते हुए बड़ी दुर्घटना को टालते हुए सुरक्षित बचाव किया।
उनका साहस और सूझबूझ #UPPCares की श्रेष्ठ भावना का प्रतीक है।#UPPolice #ServiceBeyondSelf pic.twitter.com/2Jdm10x1bR
বুধবার অবিরাম বৃষ্টিতে মথুরার বিভিন্ন অংশে জল জমার খবর পাওয়া গেছে। ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে অলিগলি পর্যন্ত, সবই কার্যত জলের তলায়। সেই জলেই একাধিক যানবাহন আটকা পড়ে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।
এই ঘটনায় মথুরার বাসিন্দারা পুরসভাকেই দুষেছেন। ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ যে একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ঠিক নেই। সঠিকভাবে পরিষ্কার করা হয়নি - যার ফলে জল রাস্তায় এমনভাবে আবদ্ধ হয়ে গেছে।






















