Corporate Employee: পে-স্লিপে বেতন বদলে ৪ লাখ থেকে ১২ লাখের প্যাকেজের চাকরি আদায় ! কর্পোরেট কর্মীর পোস্ট ভাইরাল
Employee Pay-Slip: সেই কর্মী কীভাবে একবারেই তাঁর ৪ লাখের প্যাকেজ থেকে ১২ লাখের প্যাকেজের চাকরি হাতিয়ে নিয়েছিলেন ? পদ্ধতি জেনে চমকে গিয়েছেন নেটিজেনরা।

Viral News: কর্পোরেট জগতে বেতন বাড়ানোর জন্য চাকরি বদল করা একটা সাধারণ ব্যাপার। সম্প্রতি একজন কর্মী এই অভ্যাসকে একেবারে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। ইনস্টাগ্রামে কৌতুক শিল্পী আনমোল গর্গ এই বিশেষ কর্মীর কাহিনি শেয়ার করেছেন এবং জানিয়েছেন যে সেই কর্মী কীভাবে একবারেই তাঁর ৪ লাখের প্যাকেজ থেকে ১২ লাখের প্যাকেজের চাকরি হাতিয়ে নিয়েছিলেন। আনমোলের কাছে একটি ডিএম বা সরাসরি মেসেজ আসে এক কর্পোরেট কর্মীর কাছ থেকে যেখানে প্রেরক ব্যাখ্যা করে জানিয়েছেন যে তিনি কীভাবে চাতুর্যের সঙ্গে নিজের পে স্লিপ এডিট করে বেতন বাড়িয়ে লিখে নতুন কোনও দক্ষতা না অর্জন করেই বেতন এক লাফে তিন গুণ বাড়িয়ে নিয়েছিলেন। আর এই পোস্ট শেয়ার করার পর তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
কী করেছিলেন সেই কর্মী ?
সেই ব্যক্তি আনমোল গর্গকে মেসেজে ব্যাখ্যা করে জানিয়েছেন যে তিনি তাঁর নিজের পে স্লিপ ফোটোশপে এডিট করে ৪ লক্ষ টাকার বার্ষিক বেতন বদল করে ৭ লক্ষ টাকা করে নিয়েছিলেন। এরপরে তিনি সেই এডিটেড পে-স্লিপের উপরে ভিত্তি করে নতুন সংস্থার কাছে বেতন বৃদ্ধির জন্য আবেদন করেন। আর সেখানে ৮.৫ লক্ষ টাকার প্রস্তাব পান। কিন্তু এখানেই শেষ নয়, তিনি অন্য একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সেখানে ইন্টারভিউ দেন এবং শেষ সংস্থার ৮.৫ লক্ষ টাকার অফার লেটার দেখিয়ে বেতন বাড়িয়ে সেই সংস্থায় ১২ লক্ষ টাকার চাকরি আদায় করেন।
কর্পোরেট কোবরা !
এই মেসেজ আনমোল গর্গকে বিস্মিত করেছে। ব্যক্তির সাহস ও চাতুর্য তাঁকে চমকে দিয়েছিল, ঠিক একইভাবে চমকে গিয়েছেন নেটিজেনরাও। এই মেসেজ পড়ার পরে কৌতুকশিল্পী এর প্রেক্ষিতে প্রতিক্রিয়া না জানিয়ে থাকতে পারেননি। রসিকতা করে তিনি সেই ব্যক্তিকে বলেছেন, ‘কর্পোরেট কোবরা’। কোনও নতুন দক্ষতা না শিখেই কীভাবে তিনি নিজের বেতন ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করেছেন তা দেখে অবাক হয়েছেন আনমোল।
আনমোল তাঁর রিলসে বলেছেন, ‘ভাই তুমি তো সাপ নও, আস্ত কর্পোরেট কোবরা ! একই কাজ করে সোজা ৪ থেকে ১২ লাখে চলে গেছ তুমি। একদিন তুমি নিশ্চিত ম্যানেজার হবে। কোয়ালিটি আছে তোমার মধ্যে।’ যদিও আনমোল এই কাজের নীতিগত ঝুঁকির দিকটিও আলোচনা করেছেন। আর বলেছেন যে কীভাবে মানুষ কঠোর পরিশ্রম করে নিজের বেতন বাড়ানোর জন্য আর এদিকে এই ব্যক্তি বেতন বাড়ানোর জন্য ফটোশপ করেন। বিদ্রুপ করে তিনি বলেন যে যখন তাঁকে কোনও সংস্থা কাজ থেকে বের করে দেবে, তখন তাঁকে জালিয়াত আখ্যা দেওয়া হবে। কিন্তু তাতেও তাঁর কিছু সমস্যা হবে না, কারণ সেটিও তিনি এডিট করে নেবেন হয়ত।
Instagram-এ এই পোস্টটি দেখুন






















