(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi News: খালি ঘরে নেই কানাকড়িও! বাড়ির মালিককেই ৫০০ টাকা দিয়ে গেল 'মানবিক' চোর
Viral News: ফাঁকা বাড়িতে চৌর্যবৃত্তি করতে এসে চোরের এমন কার্যকলাপ দেখে তো চোখ কপালে উঠেছে বাড়ির লোকেদের।
নয়া দিল্লি: একটা সময় ছিল যখন ডাকাতি করতে আসার আগে সেই বাড়িতে চিঠি দিয়ে জানাত ডাকাত দল। যদিও লুঠপাট চালিয়েই চলে যেত তাঁরা। বাস্তবেও ঘটেছে এমনটা। তবে তা ডাকাতি নয়, চুরি। ফাঁকা বাড়িতে চৌর্যবৃত্তি করতে এসে চোরের এমন কার্যকলাপ দেখে তো চোখ কপালে উঠেছে বাড়ির লোকেদের।
দিল্লির রোহিনীর বাসিন্দা এক বৃদ্ধের এমনই অভিজ্ঞতা হয়েছে। সংবাদসংস্থা এএনআই-এর তরফে জানা গিয়েছে। গত ২০-২১ জুলাই ৮০ বছর বয়সি অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এম রামকৃষ্ণর বাড়িতে চোর ঢুকেছিল। জানা যায়, গত ১৯ জুলাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে ছেলের কাছে গিয়েছিলেন রামাকৃষ্ণ। ২১ জুলাই এক প্রতিবেশীর কাছ থেকে ফোনে তার বাড়িতে চোর ঢোকার খবর পান। খবর পেয়েই বাড়িতে ছুটে আসেন বৃদ্ধ। বাড়িতে এসে দেখেন মূল গেটের তালা ভাঙা।
কিন্তু ভেতরে ঢুকেই তাজ্জব বনে যান রামকৃষ্ণ। খেয়াল করে দেখেন, চোর কিছুই নিয়ে যায়নি। অক্ষত রয়েছে আলমারি। তবে দরজার কাছে একটি ৫০০ টাকার নোট পড়ে রয়েছে। না কোনও চিঠি নেই। তবে কিছু না পেয়েই যে বাড়ির মালিকের জন্য ৫০০ টাকা রেখে গিয়েছে 'মানবিক চোর' সেটি বুঝতে কারও অসুবিধা হয়নি। অনেক ক্ষেত্রেই এমন ঘটনায় রাগে বাড়িতে ভাঙচুর চালায় চোরের দল। এক্ষেত্রে কিন্তু তেমনটা ঘটেনি। বরং উলটো কাণ্ড দেখা গিয়েছে।
আরও পড়ুন, 'ভোলে বাবা পার করেগা', তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে লক্ষাধিক ভক্তের ভিড়
তবে এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানিয়েছেন রামকৃষ্ণ। তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি ঘরে কোনও মূল্যবান জিনিসপত্র রাখেন না। তাই হয়তো চোর নেওয়ার মতো কিছু না পেয়েই ফিরে গেছে। রামাকৃষ্ণর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে।