(Source: ECI/ABP News/ABP Majha)
Viral Video: 'পার্টি এখনও শেষ হয়নি, ছুটি চাই', কর্মীর মেসেজ পেয়ে কী করলেন সিইও?
বিভিন্ন অভিজ্ঞতায় ভরে গিয়েছে অঙ্কিতের পোস্টের কমেন্ট সেকশনও। ছুটি চাইতে গিয়ে কী ভয়ানক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কর্মীদের সে কথা লিখেছেন অনেকেই।
নয়াদিল্লি: অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটি চাওয়া যে কী ভিষণ কঠিন একটি কাজ, সে কথা কমবেশি সকলেই জানেন। সিএল- পিএলের লম্বা তালিকা থাকলেও তার পূর্ণ ব্যবহারের সৌভাগ্য খুব কম ক্ষেত্রেই সম্ভব হয়। এ দিকে ছুটির জন্য মিথ্যে বলার পথও বেছে নেন অনেক কর্মচারীই। তাতে হয়তো বিড়ালের ভাগ্যে শিকে ছিঁড়লেও ছিঁড়ে যায় কখনও কখনও।
তবে সরাসরি বসের থেকে পার্টির জন্য ছুটি চেয়ে, কার্যত চর্চায় এসেছেন এক তথ্য প্রযুক্তি কর্মী। অন্যদিকে কর্মীর পার্টি করার ইচ্ছের মেসেজ পেয়ে অগ্নিশর্মা হননি বস বরং সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট লিঙ্কডইনে (Linkdin) পোস্ট করেছেন খোদ কোম্পানির সিইও অঙ্কিত আগরওয়াল। যা কার্যত ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ঘটনায় কর্মীর সৎ সাহস তো প্রশংসা পেয়েছেই, পাশাপাশি নেটিজেনদের মন জয় করেছেন অঙ্কিতও (Ankit Agarwal)।
ঠিক কী হয়েছে এবার একটু খোলসা করা যাক। উইন্টার পার্টিতে যখন ব্যস্ত কমবেশি প্রায় সকলেই, তখন কনসার্টে মজেছিলেন তথ্যপ্রযুক্তির এই কর্মীও। তবে রাত পেরিয়ে গেলেও তাঁর পার্টি শেষ হয়নি। এ দিকে অফিসও রয়েছে? কী করা যায়! ভেবেচিন্তে ওই কর্মী সরাসরি পার্টির কথা জানিয়েই বসকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। লেখেন, 'হাই অঙ্কিত, সুপ্রভাত, বহুদিন বাদে আমি রাতের পার্টির জন্য ছুটি চাইছি। আমি একটি কনসার্টে গিয়েছিলাম। কিন্তু পার্টি এখনও চলছে। দুঃখিত, আমি শুক্রবার অফিস আসব। টিমের সঙ্গে আমি দুপুরে কথা বলে নেব'।
কর্মীর এই মেসেজ পেয়ে রেগে আগুন হয়ে যেতে পারতেন তাঁর বস। ছুটি বাতিল করতে পারতেন, এমনকি চাকরিও চলে যেতে পারত। কিন্তু এসবের কিছুই হয়নি। বরং খুব হালকা মেজাজে মেসেজের উত্তর দিয়ে কর্মীকে ছুটির জন্য আশ্বস্ত করেছেন অঙ্কিত আগরওয়াল। এখানেই শেষ নয়, অঙ্কিত নিজেও তাঁর সঙ্গে কনসার্টে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন।
এই কথোপকথনের স্ক্রিনশটটিই নিজের লিঙ্কডইন প্রোফাইলে পোস্ট করে অঙ্কিত লিখেছেন, 'যখন সহকর্মীরা একে অপরের সঙ্গে খোলামেলা এবং সৎ থাকতে স্বচ্ছন্দবোধ করে, তখন এটি বিশ্বাসের একটি ভিত্তি তৈরি করে যা আরও ভাল যোগাযোগ ব্যবস্থা, সহযোগিতা এবং সামগ্রিক সাফল্যের দিকে নিয়ে যেতে পারে'
আর এই গোটা বিষয়টিই প্রশংসিত হয়েছে। বিভিন্ন অভিজ্ঞতায় ভরে গিয়েছে অঙ্কিতের পোস্টের কমেন্ট সেকশনও। ছুটি চাইতে গিয়ে কী ভয়ানক খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কর্মীদের সে কথা লিখেছেন অনেকেই। কেউ আবার লিখেছেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা হাসপাতালে ভর্তি হলে তবেই ছুটি দেওয়া হত। তবে অধস্তনের প্রতি অঙ্কিতের ব্যবহারে যে সত্যিই প্রশংসনীয় তা বলার অপেক্ষা রাখে না। আপনিও কি এমনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের খোঁজ করছেন?