Worst day of the week: 'সপ্তাহের সবথেকে বিশ্রী দিন' কোন বার? জানিয়ে দিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড
এমনটা আমরা নয়, বলছে Guinness World Records । এই বারকে বলা হয় "back to the grind" ।
নয়াদিল্লি: একটা দুর্দান্ত উইকএন্ড কাটানোর পর সোমবার মনটা কেমন থাকে আপনার ? মনটা ফুরফুরে থাকে, নাকি মেজাজ বিগড়ে গিয়ে খিটখিট করেন? সোমবার এলেই মন খারাপ হয়? না আপনি একা নন, এমন লোকদের তালিকাটা দীর্ঘ ! ছুটি কাটিয়ে কাজে ফেরার দিনটাই বেশিরভাগ মানুষের কাছে সবথেকে অপছন্দের দিন ! এমনটা আমরা নয়, বলছে Guinness World Records । সোমবারকে বলা হয় "back to the grind" ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (GWR) আনুষ্ঠানিকভাবে সোমবারকে সপ্তাহের সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত করেছে। worst day of the week - হ্যাঁ আপনি এক্কেবারে ঠিক পড়েছেন।
সোমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি শেয়ার করেছে। GWR সপ্তাহের সবচেয়ে খারাপ দিনের জন্য সোমবার রেকর্ড দিয়েছে এবং পোস্টটি স্পষ্টতই অনলাইনে ভাইরাল হয়ে গেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস আনুষ্ঠানিকভাবে সোমবারকে সপ্তাহের সবচেয়ে খারাপ দিন বলেছে।
we're officially giving monday the record of the worst day of the week
— Guinness World Records (@GWR) October 17, 2022
এই পোস্টটি সামনে আসা মাত্রই ৪ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। নেটিজেনরা হু হু করে শেয়ার করেছেন পোস্ট। কমেন্টের সংখ্যাও পেরিয়ে গিয়েছে ১ মিলিয়ন। "আমি এই কারণে সোমবার ছুটি নিই," একজন মজা করে লিখেছেন।
I take mondays off just for this reason
— Jimmy mcgill (@TheOrignalFoley) October 17, 2022
took you long enough
— Red the Angry Bird (@AngryBirds) October 17, 2022
Agreed pic.twitter.com/e7g2BFYQpG
— Bamyie⁷🔮아포방포 (@Vakookie) October 17, 2022
Totally agree 😓💜
— Kim IvetteᵛCT/RushHour/Proof (@KimIvette4) October 17, 2022
I take mondays off just for this reason
— Jimmy mcgill (@TheOrignalFoley) October 17, 2022