Guinness World Records : ২ দানা চিনিও ধরবে না, বিশ্বের ক্ষুদ্রতম চামচ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রাজস্থানের শিল্পী
World’s Smallest Spoon : আক্ষরিক অর্থে, এটি কোনও ব্যক্তির নখের চেয়েও ছোট। চামচটি এমনকী দুই দানা চিনিও ধরে রাখতে সক্ষম নয়।

জয়পুর : শিল্পীর শিল্পকর্মেই লুকিয়ে সৃষ্টির-মান। অর্থাৎ, একজন শিল্পী কত বড় মাপের তা বুঝিয়ে দিতে পারে তাঁর সৃষ্টি। একথা বলাই বাহুল্য। সেই শিল্প-নৈপুণ্যই এবার ধরা পড়ল রাজস্থানের শিল্পীর (Rajasthan Artist) হাতে। যা প্রশংসা কুড়াল বিশ্বমঞ্চে।
সুন্দর চা-চামচ (Teaspoon) থেকে স্যুপের বিশাল চামচ। ছুরি-চামচের জগতের রয়েছে বিশাল পরিসর। রাজস্থানের জয়পুরের এক শিল্পী এবার চামচের এই জগতে নতুন সংযোজন করলেন। বিশ্বের সবথেকে ছোট চামিয়ে বানিয়ে। এই চামচটির উচ্চতা মাত্র ২ মিমি। আক্ষরিক অর্থে, এটি কোনও ব্যক্তির নখের চেয়েও ছোট। চামচটি এমনকী দুই দানা চিনিও ধরে রাখতে সক্ষম নয়।
New record: Smallest wooden spoon - 2 mm (0.7 inches) made by Navratan Prajapati Murtikar (India) 🥄 pic.twitter.com/wrFltImEPf
— Guinness World Records (@GWR) January 19, 2023">
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রসঙ্গের কথা বলার সময় শিল্পী নবরতন প্রজাপতি বলেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রেকর্ডের জগতে কোহিনূর হীরার মতো। এটি পাওয়ার পরে আমার মাথায় সবচেয়ে চমৎকার মুকুট পরে রয়েছি বলে মনে হচ্ছে"। তিনি জানান, ভবিষ্যতে ক্ষুদ্র নৈপুণ্যেভরা একটি জাদুঘর গড়ে তুলতে চান তিনি।
নবরতন প্রজাপতি পেন্সিলের ডগায় ভগবান মহাবীরের মূর্তি তৈরি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো বিখ্যাত ব্যক্তিত্বের সঠিক মাটির প্রতিকৃতি তৈরির মতো অন্যান্য নিপুণ শিল্পকর্মের জন্য সুবিদিত। ২০০৬ সালে, তিনি বিশ্বের সবচেয়ে ছোট কার্যকরী লণ্ঠন তৈরির জন্য লিমকা ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেশন পান। যা তিন থেকে চার ফোঁটা কেরোসিনে কয়েক সেকেন্ডের জন্য জ্বলতে পারে।
এর আগে সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরির বিশ্ব রেকর্ডটি ছিল তেলঙ্গানার শিল্পী গৌরীশঙ্কর গুম্মাদিধালার। যিনি ২০২১ সালে ৪.৫ মিমি লম্বা কাঠের চামচ তৈরি করেছিলেন।
এই মাসের শুরুর দিকে, ওড়িশার ক্ষুদ্রশিল্পী সত্য নারায়ণ মহারানা, বিশ্বের সবচেয়ে ছোট দুটি হকি স্টিক তৈরি করেন। একটি লাঠির উচ্চতা ছিল ৫ মিমি এবং প্রস্থ ছিল ১ মিমি। অন্য লাঠিটির উচ্চতা ছিল ১ সেমি এবং প্রস্থ ১ মিমি।
উল্লেখ্য, ঘোষিত ভাবে বিশ্বের প্রবীণতম মানুষ ছিলেন এতদিন। সম্প্রতি মারা যান ফ্রান্সের সন্ন্যাসিনী লুসিল হদোঁ (Lucile Randon)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৮ বছর।
আরও পড়ুন ; দু’টি বিশ্বযুদ্ধ হতে দেখেন, কাটিয়ে ওঠেন দু’-দু’টি অতিমারি, প্রয়াত বিশ্বের প্রবীণতম মানুষ






















