Thunderstorm: মধুচন্দ্রিমায় সমুদ্রসৈকতে স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্ত কাটাচ্ছিলেন ! হঠাৎ ভয়ঙ্কর বজ্রপাতে মৃত্যু যুবকের
Viral News: কর্মকর্তারা সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। ভোলুসিয়া কাউন্টি শেরিফ মাইক চিটউড নিশ্চিত করেছেন যে মৃত ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে সেই সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন।

ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার মধ্য ফ্লোরিডার এক সমুদ্র সৈকতে জলের মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ভয়ঙ্কর বজ্রপাতে (Thunderstorm) মৃত্যু হয়েছে এই ২৯ বছর বয়সী যুবকের। সংবাদসূত্রে জানা গিয়েছে যে তিনি ফ্লোরিডার সেই সমুদ্র সৈকতে (Honeymoon Tour) মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন।
ভোলুসিয়া কাউন্টির নিউ স্মির্না সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা কর্মীরা তাঁকে সৈকতেই সিপিআর দেন এবং তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পরের দিনই তাঁর মৃত্যু হয়। ভোলুসিয়া কাউন্টি বিচ সেফটি ডিরেক্টর ট্যামি মালফার্স এমনটাই জানিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সম্প্রচারককে জানান যে সেই সময় আকাশ নীল ছিল এবং ঝড় কয়েক মাইল দূরে ছিল তাদের। ম্যালফার্স এই প্রবল বজ্রপাতের ঘটনাকে অত্যন্ত বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, কর্মকর্তারা সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। ভোলুসিয়া কাউন্টি শেরিফ মাইক চিটউড নিশ্চিত করেছেন যে মৃত ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে সেই সমুদ্র সৈকতে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন। একটি ফেসবুক পোস্টে চিটউড নামের এই ব্যক্তি লেখেন, 'একজন যুবকের মর্মান্তিক মৃত্যুতে আমি খুবই দুঃখিত যে তিনি তাঁর স্ত্রীর সঙ্গে বেশ কিছুদিন মধুচন্দ্রিমায় কাটাতে এসেছিলেন। ২৯ বছর বয়সে তার স্ত্রীর সঙ্গে আরও অনেক বিবাহবার্ষিকী কাটানোর কথা ছিল। আমাদের সকলের পক্ষ থেকে এই তরুণীকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি, যারা আশা করেছিলেন যে আমাদের লাইফগার্ড , ইএমএস টিম এবং ইআর কর্মীদের অধ্যবসায়ী প্রচেষ্টা তাঁকে তাঁর কাছে ফিরিয়ে আনবে, তাদের জন্য সমবেদনা।'
প্রতিবেদনে বলা হয়েছে সেই বজ্রপাতের পরেই সমুদ্র সৈকতে থাকা জরুরি কর্মীরা সেই ব্যক্তির কাছে ছুটে আসেন সাহায্য করার জন্য। একইদিনে দুপুর ১২ টা নাগাদ নিউ স্মির্না বিচের ভেনিসিয়ান বে গলফ কোর্সে দুজন গলফারও পরোক্ষভাবে বজ্রপাতের শিকার হন। জরুরি কর্মীরা ঘটনাস্থলে উভয়েরই মূল্যায়ন করেন এবং কাউকেই হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি।
নিউ স্মির্না বিচের পাবলিক ইনফরমেশন অফিসার অ্যাভা হ্যানার জানিয়েছেন যে যখন বজ্রপাত হবে তখন সঙ্গে সঙ্গে ঘরের ভিতর ঢুকে যাওয়া উচিত। আপনি যদি বজ্রপাতের শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে যে আপনি খুবই কাছাকাছি আছেন এবং বজ্রপাতের কবলে পড়তে পারেন। এমনকী আকাশ পরিস্কার দেখালেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবার সম্ভাবনা রয়েছে'।






















