Weight Loss Drug: নিমেষে ওজন কমানোর ওষুধ এল ভারতে, ১ মাস খেলে খরচ হবে ১৭,৩০০ টাকা !
Weight-Loss Drug: এই ওষুধের দাম প্রতি পেন-পিছু শুরু হচ্ছে ১৭,৩৪৫ টাকা থেকে, তবে এটি শুধুমাত্র ০.২৫, ০.৫ ও ১ মিলিগ্রামের ডোজের জন্য।

নয়াদিল্লি: স্কটল্যান্ডের এক ফার্মাসিউটিক্যাল সংস্থা নভো নরডিস্ক মঙ্গলবার ভারতে তাদের ওজন কমানোর ওষুধ বাজারে ছেড়েছে (Weight Loss Drug) যার নাম দেওয়া হয়েছে ওয়েগোভি। এটি একটি ইনজেকশনেবল সেমাগ্লুটাইড। আদপে এটি বিজ্ঞানের পরিভাষায় ওয়ান্স-উইকলি গ্লুকাগন-সদৃশ পেপটাইড ওয়ান গ্রাহক অ্যাগোনিস্ট যা ভারতে প্রথম এবং একমাত্র ওজন নিয়ন্ত্রণকারী ওষুধ হিসেবে বাজারে এসেছে। এটি একইসঙ্গে দীর্ঘমেয়াদে ক্রনিক ওয়েট ম্যানেজমেন্ট এবং বড় ধরনের প্রতিকূল হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি কমানোর জন্য কাজ করবে।
মোট ৫টি আলাদা আলাদা ডোসেজের সঙ্গে এটি বাজারে (Weight Loss Drug) এসেছে, আরামদায়ক ইজি টু ইউজ পেন ডিভাইসের মাধ্যমে এই ওষুধ প্রয়োগ করা যাবে নির্দিষ্ট ব্যক্তিকে। ওয়েগোভি নামের এই ওষুধ সপ্তাহে মাত্র একবারই ব্যবহার করা যাবে। এই পাঁচটি ডোজে পাওয়া যাবে এই ওষুধ- ০.২৫ মিলিগ্রাম, ০.৫ মিলিগ্রাম, ১ মিলিগ্রাম, ১.৭ মিলিগ্রাম এবং ২.৪ মিলিগ্রাম।
এই ওষুধের দাম প্রতি পেন-পিছু শুরু হচ্ছে ১৭,৩৪৫ টাকা থেকে, তবে এটি শুধুমাত্র ০.২৫, ০.৫ ও ১ মিলিগ্রামের ডোজের জন্য। অন্যদিকে বাকি দুটি ডোজের মধ্যে ১.৭ মিলিগ্রামের দাম পড়বে ২৪,২৮০ টাকা আর ২.৪ মিলিগ্রামের দাম পড়বে ২৬,০১৫ টাকা। সংস্থা জানিয়েছে ওয়েগোভি একটি প্রেসক্রিপশন-ভিত্তিক ওষুধ, যা অতিরিক্ত স্থূলতায় ভোগা লক্ষ লক্ষ ভারতীয়দের জীবনে আশার আলো বয়ে আনবে।
INDIAB-র একটি সমীক্ষা অনুসারে ভারতে ২৫৪ মিলিয়ন মানুষ (Weight Loss Drug) সাধারণ স্থূলত্বের শিকার এবং ৩৫১ জন মানুষ পেটের স্থূলত্বে ভুগছেন। আর এই স্থূলত্বের সঙ্গে সঙ্গেই শরীরে বাসা বাঁধে ২০০ ধরনের রোগ। টাইপ ২ ডায়াবেটিস থেকে শুরু করে হৃদরোগ, কার্ডিওভাসকুলার রোগ এবং ক্যানসারের সম্ভাবনাও রয়ে যায় এর মধ্যে। তবে এখনও ভুল ধারণা রয়েছে যে খারাপ জীবনযাপন শৈলী এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেই স্থূলত্ব দেখা দেয়। জিনগত, জৈবিক, মানসিক এবং সামাজিক নানা কারণে এই স্থূলত্ব দেখা দিতে পারে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ওয়েগোভি হল আসলে জিএলপি ওয়ান রিসেপ্টর অ্যাগোনিস্ট যা ক্ষুধা নিয়ন্ত্রণ ও খাদ্য গ্রহণের সঙ্গে জড়িয়ে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলিতে কাজ করে, এর ফলেই ক্ষুধা হ্রাস পায়, তৃপ্তি বৃদ্ধি পায় এবং খাবারের প্রতি আকাঙ্ক্ষা হ্রাস পায়। আর সবশেষে ওজন কমে।
জানা গিয়েছে ওজেম্পিক নামক আরেকটি ওষুধ যা কিনা বহু দেশে টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে দেয় তাতেও এই ওয়েগোভির মত সেমাগ্লুটাইড রয়েছে। এই উপাদান প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে স্থূলত্ব, হৃদরোগ এবং অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে কাজে দেয়।






















