Viral Video: চলন্ত ট্রেন থেকে ঝুলে ভিডিও মেকিং! হাত ফস্কে ছিটকে চরম পরিণতি এই Reel-মেকারের!
Instagram Reel Making:ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের এক যাত্রীর হাত ধরে বিপজ্জনক ভাবে ঝুলছেন তরুণ।

কলকাতা: ভিডিও বানিয়ে তা সোশাল মিডিয়ায় দিয়ে ভাইরাল হওয়ার নেশায় নানা ধরনের কার্যকলাপ করে থাকে অনেকেই। সেই কাজ করতে গিয়ে অনেকেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। তেমনই একটি ঘটনা ঘটল। এবার এক ব্যক্তি ইনস্টাগ্রাম রিলের জন্য ভয়ঙ্কর স্টান্ট করার চেষ্টা করার সময় চলন্ত ট্রেন থেকে পিছলে পড়ে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হল।
রেডডিট অ্যাকাউন্ট 'r/indianrailways'-এ পোস্ট করা এই ঘটনার একটি ছোট ক্লিপ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা লোকটির বেপরোয়া আচরণের জন্য তুমুল সমালোচনা করেছেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনের এক যাত্রীর হাত ধরে বিপজ্জনক ভাবে ঝুলছেন তরুণ। অন্য যাত্রীরা তাঁর কাণ্ড দেখে ভয়ে তটস্থ হয়ে পড়েছেন। হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে টাল সামলাতে পারেন না তরুণ। যাত্রীর হাত ছেড়ে রেললাইনের ধারে পড়ে যান তিনি।
A young guy fell from a moving train while performing a stunt for a Reel later people saved him somehow, Kasganj to Kanpur
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 10, 2025
pic.twitter.com/L9fMlOsHtE
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ট্রেনটি কাসগঞ্জ থেকে কানপুরের উদ্দেশে রওনা দিয়েছিল তা জানা গিয়েছে।
জানা যায়, ট্রেনটি হঠাৎ করে থেমে পড়ায় অনেকের দাবি, তরুণের ‘স্টান্ট’ দেখে ট্রেনের কোনও যাত্রী চেন টানতে পারেন। সে কারণেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। আচমকা ট্রেন থেমে যাওয়ার ফলে যাত্রীর হাত ছেড়ে রেললাইনের ধারে ছিটকে পড়ে যান তরুণ। তার পর জামাকাপড় থেকে ধুলো ঝেড়ে ট্রেনে উঠে পড়েন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















