এক্সপ্লোর
Advertisement
Viral Video: বরফে মোড়া চারপাশে, তার মাঝেই নুডলস খেতে গিয়ে এ কী কাণ্ড ঘটালেন যুবক! ভাইরাল ভিডিও
Viral: প্রবল ঠান্ডার পরিবেশে এক বাটি রমেন খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ঠান্ডায় শুধু রমেন নয়, জমে গিয়েছে চামচও।
Viral Video: শীতের সকালে জলখাবারে ধোঁয়া ওঠা ম্যাগি বা রমেন খেতে অনেকেই বেশ পছন্দ করেন। গরম গরম চাউমিনও মেনু হিসেবে মন্দ নয়। কিন্তু যদি সাংঘাতিক ঠান্ডায় ওই খাবার জমে যায়, তাহলে কী করবেন।? সম্প্রতি এমনই একটি ভিদিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, প্রবল ঠান্ডার পরিবেশে এক বাটি রমেন খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু ঠান্ডায় শুধু রমেন নয়, জমে গিয়েছে চামচও। ইনস্টাগ্রামে (Instagram) ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে, ওই ব্যক্তির লম্বা চুল থেকে শুরু করে সারা মুখে বরফ লেগে রয়েছে। তাঁর হাতে ধরা রয়েছে একবাটি রমেন। চামচ দিয়ে তুলে সেটা খেতে যাচ্ছিলেন তিনি। এই মুহূর্তেই হঠাৎ চামচ হাত থেকে ছেড়ে দিয়ে ওই যুবক সকলকে দেখান যে ওই অবস্থাতেই জমে গিয়েছে চামচ এবং রমেন, দুটোই। এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
দেখে নিন সেই আজব ভাইরাল ভিডিও
View this post on Instagram
ইনস্টাগ্রামের এই ভাইরাল ভিডিওতে যে যুবককে দেখা গিয়েছে তাঁর পরনের শীতপোশাক দেখেই বোঝা যাচ্ছে যে এই ভিডিও খুব ঠান্ডা পড়ে এমন জায়গাতেই তোলা হয়েছে। চারপাশে ঢেকে গিয়েছে বরফ। ঠান্ডার মাত্রা এতই বেশি যে যুবকের মুখের বিভিন্ন অংশেও গুঁড়োগুঁড়ো বরফ জমা হয়েছে। আর তার খাবারও জমে গিয়েছে। নেটিজেনরা অবাক হয়েছেন এই ভিডিও দেখে। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই ভিডিও। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। নেটিজেনদের অনেকেই এই ভিডিও দেখে ওই এলাকার তাপমাত্রা জানতে চেয়েছেন। অনেকে আবার বলেছেন, এমন ঠান্ডার মধ্যে কীভাবে যুবক ভিডিও শ্যুট করেছেন সেটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপারে। যতই পরনে শীতপোশাক থাকা, কিংবা হাতে গ্লাভস- এরকম ঠান্ডার পরিবেশে কার্যত জমে যাওয়ারই কথা। এ যাত্রায় অবশ্য মানুষ জমে যাননি। তার পরিবর্তে বাটির মধ্যেই জমে গিয়েছে রমেন। বাটি থেকে রমেন কাঁটাচামচ দিয়ে তোলার সময়েই খাবার পুরো জমে বরফ হয়ে গিয়েছে। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অফবিট (Offbeat) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement