Viral Video: সুইমিং পুলের মধ্যে গরবা নাচ! ভাইরাল ভিডিও, কী বলছেন নেটিজেনরা
Garba Dance: ট্যুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা এমন অদ্ভুত স্টাইলে গরবা নাচ দেখে বেশ অবাক হয়েছেন।

Viral Video: নবরাত্রি প্রায় এসেই গিয়েছে। আর নবরাত্রির (Navratri) উদযাপন মানেই গরবা (Garba) এবং ডান্ডিয়া (Dandiya) কিন্তু 'মাস্ট'। এবার সোশাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে একদম অভিনব স্টাইলে গরবা নাচতে দেখা গিয়েছে একদল তরুণ এবং তরুণীকে। 'লাভযাত্রী' সিনেমার জনপ্রিয় গান 'ছোগাড়া তারা'- এর ছন্দে জলের মধ্যে গরবা নাচতে দেখা গিয়েছে তাঁদের। ভাইরাল ভিডিও দেখে আন্দাজ সম্ভবত একটি সুইমিং পুলের মধ্যে গরবা নাচ করেছেন সকলে। তাঁদের পরনে জমকালো পোশাক। জানা গিয়েছে, এই ভিডিও রাজস্থানের উদয়পুরের। জলের মধ্যে নাচতে গিয়ে কিন্তু একবারও বেসামাল হননি ওই দলের কলাকুশলীরা। বরং বেশ সাবলীল ভাবেই গরবা নেচেছেন সকলে। দেখেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই নাচের জন্য প্র্যাকটিস করেছেন সকলে।
দেখে নিন জলের মধ্যে গরবা নাচের সেই ভাইরাল ভিডিও
#WATCH राजस्थान: उदयपुर में गरबा का आयोजन स्विमिंग पूल में किया गया। (23.09) pic.twitter.com/AIzqWi8rAL
— ANI_HindiNews (@AHindinews) September 23, 2022
ট্যুইটারে এই ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা এমন অদ্ভুত স্টাইলে গরবা নাচ দেখে বেশ অবাক হয়েছেন। সবচেয়ে মজা হল যে দিব্যি ব্যালান্স রেখে সুমিং পুলের মধ্যে গরবা নেচেছেন ওই তরুণ-তরুণীরা। ক্রমশ ভিউ বাড়ছে এই ভাইরাল ভিডিও। সোশাল মিডিয়ার একাধিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। সংবাদসংস্থা এএনআই এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। তবে নেটিজেনদের অনেকে অন্যরকম স্টাইলের এই গরবা নাচকে ভাল বললেও অনেকেই বেশ বিরক্তি প্রকাশ করেছেন। এভাবে সুইমিং পুলের মধ্যে গরবা নাচার প্রয়োজন কী ছিল, সেই প্রশ্নই করেছেন বেশিরভাগ নেটিজেন। এছাড়াও অনেকেই শঙ্কা প্রকাশ করে বলেছেন এরকম চলতে থাকলে হয়তো খুব তাড়াতাড়ি গরবা নাচ তার ঐতিহ্য হারাবে।
সোশাল মিডিয়ায় আজকাল অদ্ভুত সব ভিডিও ভাইরাল হয়, যা দেখে সত্যিই অবাক হতে হয়। সাধারণত এতদিন সকলেই নবরাত্রির সময় একদম সাবেক স্টাইলে গরবা নাচ দেখতেই অভ্যস্ত ছিলেন। তবে এবার একদল তরুণ-তরুণী সুইমিং পুলের মধ্যে গরবা নাচ করেছেন। তা দেখে সত্যিই হতবাক নেট দুনিয়া।
আরও পড়ুন- ঠোঁট ফুলিয়ে অভিমান একরত্তির, সামনে আইসক্রিম আসতেই মুখে ফুটল হাসি






















