Viral Video: ঠোঁট ফুলিয়ে অভিমান একরত্তির, সামনে আইসক্রিম আসতেই মুখে ফুটল হাসি
Viral: ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি মিষ্টি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, সামনে আইসক্রিমের কাপ দেখেই কান্না থামিয়ে দিয়েছে একরত্তি।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) বাচ্চাদের ভিডিও সবসময়েই জনপ্রিয়। সব বয়সীদেরই ভাল লাগে বাচ্চাদের (Baby Video) বিভিন্ন মিষ্টি মুহূর্তের ভিডিও দেখতে। তেমনই একটি মন ভাল করা ভিডিও এবার ভাইরাল (Viral Video) হয়েছে ইনস্টাগ্রামে। সেখানে অবশ্য দেখা গিয়েছে প্রথমে একটি বাচ্চা তারস্বরে চিৎকার করে কাঁদছে। তবে তার সামনে খাবার হাজির হতেই দিব্যি চুপ করে গিয়েছে সে। মন দিয়েছে খাবারের দিকে। একরত্তির এমন কাণ্ডকারখানা দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। আসলে ওই বাচ্চাটির সামনে রাখা হয়েছিল একটি আইসক্রিমের কাপ। আর আইসক্রিম দেখলে তো সকলেরই মন গলে জল হয়ে যায়। বড়দেরই রাগ শান্ত হয়ে যায়। মাথা ঠান্ডা হয়। ঠিক তেমনটাই হয়েছে এই বাচ্চাটির সঙ্গেও।
দেখুন সেই মিষ্টি ভাইরাল ভিডিও
View this post on Instagram
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি চেয়ারে বসে রয়েছে ওই বাচ্চাটি। হাতে ধরা একটি চামচ। কান্না দেখেই বোঝা যাচ্ছে যে বেজায় খিদে পেয়েছে তার। এমন খিদের সময়ে সামনের টেবিলে হাজির হয়েছে এক কাপ আইসক্রিম। ব্যাস এক নিমেষে সমস্ত কান্না, মান-অভিমান উধাও। দিব্যি চামস আইসক্রিমের কাপে ডুবিয়ে খেয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চাটি। নেটিজেনরা বাচ্চাটির কাণ্ড দেখে হেসে গড়াচ্ছেন। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। বাড়ছে লাইক, ভিউয়ের সংখ্যা। মজার মজার কমেন্টও করছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, খিদের সময়ে আইসক্রিম দেখে ওই একরত্তির মন ভাল হয়ে গিয়েছে। নিশ্চিত আইসক্রিম খেতে দারুণ ভালবাসে বাচ্চাটি।






















