Travel Safety Tips: অন্যদেশে ঘুরতে যাচ্ছেন? প্ল্যানের সময় এই বিষয়গুলো ভুললেই বিপদ
ভিনদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? পাসপোর্ট ভিসা তো গুছিয়ে নিয়েছেন বাকি বিষয়গুলো মাথায় আছে কি?
কলকাতা: ভিনদেশে ঘুরতে (Vacation) যাওয়ার পরিকল্পনা করছেন? পাসপোর্ট (Passport), ভিসা (Visa) তো গুছিয়ে নিয়েছেন বাকি বিষয়গুলো মাথায় রেখেছেন তো? ঘুরতে বেরনো মানে এমনই হাজারও পরিকল্পনার দরকার পরে। তারপরও যদি শহর থেকে দূরের কোনও জায়গায় হয়, তার জন্য বাড়তি ভাবনা চিন্তা অবশ্যই জরুরি। তাই ভিন দেশে নিরাপদ ভ্রমণের জন্য অবশ্যই আগে ভাগে তৈরি হয়ে নিন। কয়েকটি প্রাথমিক শর্ত মেনে চললেই সহজ হবে ছুটি কাটানোর দিনগুলো কীভাবে? চলুন জেনে নেওয়া যাক, নিরাপদ ভ্রমণের জন্য কোন বিষয়গুলো মাথায় রাখবেন।
জায়গাটি সম্পর্কে ভাল করে পড়াশোনা করে নিন
ঘুরতে যাওয়ার জন্য যেই জায়গাটি বেছে নিয়েছেন, প্ল্যান হওয়া মাত্রই সেই জায়গাটি সম্পর্কে ভাল করে জেনে নিন। সেখানকার রাস্তার প্রাথমিক ম্যাপ, ইতিবাচক, নেতিবাচক দিক, প্রশাসনিক জায়গা, হাসপাতাল সম্পর্কে তথ্য সংগ্রহ করুন।
দৃষ্টি আকর্ষণ করবেন না
ভিন দেশে গিয়ে এমন কোনও কাজ, বা এমন কোনও পোশাক পরবেন না যাতে আপনাকে স্থানীয়রা বেদেশি মনে করে, এমন আপনি নজরে পড়ে যান তাঁদের। এতে আক্রমণের আশঙ্কা বাড়ে। চুরি ছিনতাই-এর সম্ভাবনাও বাড়ে এতে। আশেপাশের লোকজনের থেকে সতর্ক থাকুন।
দরকারি কাগজপত্রের জেরক্স রাখুন
বেরনোর আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রের অরিজিনাল কপি এবং জেরক্স কপি সঙ্গে রাখুন। যেমন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ভিসা ইত্যাদি সঙ্গে রাখুন। প্রয়োজন ছাড়া আসলগুলি নিরাপদ স্থানে সরিয়ে রাখুন।
পরিজনদের আপডেট দিতে থাকুন
আপনি যদি একা থাকেন সে ক্ষেত্রে পরিবার বা কাছের কোনও বন্ধুর সঙ্গে ক্রমাগত যোগাযোগ বজায় রাখুন। যেমন কী করছেন, কোথায় যাচ্ছেন, বা থাকছেন, গাড়ির নম্বর, ড্রাইভারের তথ্য, হোটেল সংক্রান্ত ডিটেলস দিতে থাকুন সংশ্লিষ্ট ব্যক্তিকে। পাশাপাশি ট্রেন কিংবা বিমান সম্পর্কে বিস্তারিত তথ্যও জানিয়ে রাখতে ভুলবেন না
হোটেল যাচাই করে নিন
হোটেলে ঢুকেই দেখে নিন ঘরে কোনও ক্যামেরা জাতীয় কিছু রয়েছে কিনা। অনলাইনে হোটেল বুক করার সময়ে রিভিউ দেখে নিন। হোটেলে পৌঁছেও যাচাই করুন। বাথরুম, দরজার লক ইত্যাদি অবশ্যই দেখে ঘরে ঢুকবেন। রিসেপশন বা হাউস কিপিং-এর সঙ্গে যোগাযোগের নম্বরটি হোটেলে ঢকেই নিয়ে নিন।
সতর্ক থাকুন
নিজের ব্যাগ এবং জিনিসপত্র নজরে রাখুন। অপরিচিত কারও থেকে হঠাৎ কোনও সাহায্য না চাওয়াই ভাল, হোটেল, ড্রাইভার বা ট্রাভেল এজেন্টের থেকে প্রয়োজনে সাহায্য নিন। আপনার কাছাকাছি কেউ সন্দেহজনক আচরণ করলে বা আপনি অস্বস্তি বোধ করলে অবিলম্বে এলাকা ছাড়ুন। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Burj Khalifa: বিশ্বের সর্বোচ্চ বিল্ডিংয়ের তকমা হারাচ্ছে বুর্জ খলিফা! 'শিরোপা' ছিনিয়ে নিল কে?