Viral News: পেটের মধ্যে আস্ত দাড়ি কাটার ক্ষুর ! নিখুঁত অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকেরা
Shaving Razor Removed : দিল্লির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Delhi Hospital) এক ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচার করে বের করলেন আস্ত একটা দাড়ি কাটার ক্ষুর।
নয়াদিল্লি: দিল্লির এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা (Delhi Hospital) এক ব্যক্তির পেট থেকে অস্ত্রোপচার করে বের করলেন আস্ত একটা দাড়ি কাটার ক্ষুর। জানা গিয়েছে, সেই ২০ বছর বয়সী ব্যক্তি বাবার সঙ্গে বাক-বিতন্ডার পরেই রাগের মাথায় এই ক্ষুর গিলে নেন। যদিও সফল অস্ত্রোপচার (Viral News) করেই সেই ক্ষুর বের করেছেন চিকিৎসকরা। অবসাদ এবং আত্মহত্যা-প্রবণতায় ভুগছিলেন সেই ব্যক্তি। আর সেই অবস্থাতেই ক্ষুরকে দুটি ভাগে ভাগ করে গিলে ফেলেন তিনি। প্রথমে ক্ষুরের ধারালো ব্লেডের অংশ এবং পরে সেই ক্ষুরের হাতলটি। এর ফলে তাঁর প্রাণ সংশয় হতে পারত। পরিবারের অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁর বাবাও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।
চিকিৎসকরা স্ক্যান করে দেখেন, তাঁর যকৃতের মধ্যে গিয়ে আটকে রয়েছে ক্ষুরের ব্লেড হোল্ডারটি। আর হাতলের অংশটি চলে গিয়েছে বৃহদন্ত্রের দিকে। দিল্লির সেই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. তরুণ মিত্তল, ডা. আনমোল অহুজা, ডা. শ্রেষ্ঠ মাঙ্গলিক, ডা. রাকেশ এস, ডা. কার্তিক কৃষ্ণ এবং ডা. তনুশ্রী নহতা দুটি ধাপে এই অস্ত্রোপচার করেন। প্রথমে হয় একটি ল্যাপারোটমি এবং সেখানে যকৃত কেটে সেই ব্লেড হোল্ডার বের করে আনা হয়। এরপরে সিগময়েডোস্কোপির মাধ্যমে হাতলটি বের করে আনা হয়। অসাধারণ পরিকল্পনা, দলগত কাজের দক্ষতায় এই অস্ত্রোপচার সফল হয়।
অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে ওঠেন সেই যুবক। এখন তাঁকে অবসাদ ও মানসিক সমস্যার চিকিৎসার জন্য কাউন্সেলিং করাতে পাঠানো হয়েছে। তাঁর পরিবার যুবকের বাবার মানসিক সমস্যার সুরাহা পাওয়ার জন্য আবেদন জানিয়েছে। যুবকের প্রাণ বাঁচিয়ে দেওয়ার জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে যুবকের পরিবার।
সেই হাসপাতালের চিকিৎসক ডা. মিত্তল জানিয়েছেন যে, এই ধরনের সঙ্কটজনক ক্ষেত্রে বাহ্যিক বস্তু যে শুধু শরীরের ভিতরে জমেছে তা নয়, এর সঙ্গে মানসিক একটা সমস্যাও জুড়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য একইসঙ্গে একটি ভাল দক্ষ মেডিকেল টিম দরকার এবং রোগীর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিয়ে অস্ত্রোপচার করা দরকার হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Video: ট্রেনের চাকার নিচে ঝুলে ঝুলে ২৯০ কিমি পাড়ি, মত্ত যুবকের ভয়ঙ্কর কীর্তি ! ভাইরাল ভিডিয়ো