Home Guard Recruitment: হোমগার্ডের চাকরির ফিজিক্যাল টেস্ট দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৭ প্রার্থী
Tragic Death: পুলিশ সূত্রে জানা গিয়েছে রানিপীঠ থেকে হোমগার্ডের জেলা সদর অফিস পদ্মপুর পর্যন্ত ২ কিমি রাস্তায় দৌড়ানোর পরীক্ষা নেওয়া হচ্ছিল এই দিন। এই দৌড়ানোর সময়েই এক প্রার্থীর মৃত্যু ঘটে।

ওড়িশা: হোমগার্ডের চাকরির জন্য ফিজিক্যাল টেস্টের সময় এক প্রার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে এবং এর সঙ্গে আরও ৭ জন প্রার্থী হাসপাতালে ভর্তি হন। ওড়িশার গজপতি জেলায় বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রানিপীঠ থেকে হোমগার্ডের জেলা সদর অফিস পদ্মপুর পর্যন্ত ২ কিমি রাস্তায় দৌড়ানোর পরীক্ষা নেওয়া হচ্ছিল এই দিন। আর এই দৌড়ানোর সময়েই এক প্রার্থীর মৃত্যু ঘটে।
মৃত প্রার্থীর নাম জানা গিয়েছে সুলন্ত মিশাল, গজপতি জেলার পারিশাল গ্রামের বাসিন্দা তিনি। সূত্র অনুসারে জানা যাচ্ছে এই ২ কিমি দূরত্বের দৌড় শেষ করার মাত্র ৩০ সেকেন্ড আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুলন্ত মিশাল। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সাতজন আরও প্রার্থী এই দৌড়ের সময় অসুস্থ হয়ে পড়েন। একই হাসপাতালে তাদের এখনও চিকিৎসা চলছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন, আর মৃত তরুণের পরিবারের জন্য ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে ওড়িশার CMO লেখেন, 'গজপতি জেলায় হোমগার্ডের চাকরির জন্য ফিজিক্যাল টেস্ট দেওয়ার সময় মারা গিয়েছেন সুলন্ত মিশাল। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গভীর শোকপ্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা মৃত তরুণের পরিবারের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন।'
ওড়িশার হোমগার্ড নিয়োগের কী কী নিয়ম রয়েছে
ন্যূনতম পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
বয়স হতে হবে ২০ বছর থেকে ৬০ বছরের মধ্যে।
ওড়িয়া ভাষা বলতে, লিখতে ও বুঝতে পারতে হবে প্রার্থীকে।
গাড়ি চালানো, কল সারানো, ইলেকট্রিশিয়ানের কাজ, রান্না কিংবা কাঠের কাজ জানা থাকলে অগ্রাধিকার।
কীভাবে হয় প্রার্থী নির্বাচন
প্রথমে একটি লিখিত পরীক্ষা হয়। তবে কখনও কখনও এর বদলে শুধুই ফিজিক্যাল টেস্ট হয়। উচ্চতা, ওজন ও বুকের ছাতির মাপ এক্ষেত্রে দেখা হয়। লং জাম্প, হাই জাম্প, দৌড়ানো ইত্যাদিও এই টেস্টের অংশ থাকে। ছেলেদের ক্ষেত্রে ১০ মিনিটের মধ্যে ২ কিমি দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে আর মহিলাদের ক্ষেত্রে ১২ মিনিটে ১.৬ কিমি দৌড়ানোর ক্ষমতা থাকতে হবে। আর এই দৌড় চলাকালীনই মৃত্যু হয় সুলন্ত মিশাল নামের সেই প্রার্থীর।






















