Viral News: সড়কে ট্রাক উল্টে দুর্ঘটনা, ট্রাক থেকে কাতারে কাতারে বেরিয়ে আসছে ২৫ কোটি মৌমাছি ! নাগরিকদের সতর্ক করল সরকার
250 Million Bees on the Loose: কর্তৃপক্ষের পক্ষ থেকে তৎক্ষণাৎ জন সতর্কতা জারি করা হয় সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে, 'এই এলাকা পরিত্যাগ করুন, এড়িয়ে চলুন।' কারণ মৌমাছির আক্রমণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা: মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার সীমান্তে গত শুক্রবার সড়কের উপর বাঁক ঘুরতে গিয়েই এক বড় বিপদ ঘটে। ২৫০ মিলিয়ন মৌমাছি নিয়ে একটি ট্রাক এই রাস্তা দিয়ে যাচ্ছিল আর মাঝপথে এই বাঁকের কাছে ওয়াশিংটন ডিসির মধ্যে ট্রাকটি উলটে যায় এবং এর ফলেই ট্রাক থেকে ছাড়া পেয়ে যায় ২৫ কোটি মৌমাছি। জানা গিয়েছে এই ট্রাকটি ৩১,৭৫০ কেজিরও বেশি সক্রিয় মৌচাক বহন করে নিয়ে যাচ্ছিল। আর এর ফলে ট্রাক উলটে যাওয়ায় মৌমাছিগুলি ছাড়া পেয়ে উড়ে বেড়িয়ে পড়ে। ট্রাক থেকে কাতারে কাতারে বেরিয়ে আসতে থাকে মৌমাছির ঝাঁক।
কর্তৃপক্ষের পক্ষ থেকে তৎক্ষণাৎ জন সতর্কতা জারি করা হয় সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে, 'এই এলাকা পরিত্যাগ করুন, এড়িয়ে চলুন।' কারণ মৌমাছির আক্রমণে গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ২৫০ মিলিয়ন মৌমাছি মুক্ত হয়ে গিয়েছে, হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস কর্তৃক সমাজমাধ্যমে এই সতর্কতা পোস্ট করতেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ নাগরিকদের মধ্যে।
আপদকালীন দল সেই স্থানে ছুটে যায়। তাদের সঙ্গে ছিলেন ২৪ জনেরও বেশি দক্ষ মৌমাছি-পালনকারী। এটা যেন আদপেই হলিউডের কোনও বিপর্যয়ের ছবি। তাদের লক্ষ্য হল এই মৌমাছিগুলিকে উদ্ধার করা এবং পুনরায় তাদের মৌচাকে বন্দি করা যাতে তারা অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে না পারে।
আধিকারিকরা জানিয়েছেন যে এই কার্যক্রম চলছে, ফলে আপাতভাবে এলাকায় শান্তি ফিরে এসেছে কিছুটা। মৌমাছিগুলিকে তাদের রানির সঙ্গে আবার মৌচাকে ভরে দেওয়ার কাজ চলছে। বেশিরভাগ মৌমাছিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এই কাজে ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত লাগতে পারে বলেই জানিয়েছে কাউন্টি শেরিফের অফিস।
🚨🚦🐝 The strangest traffic jam: A quarter of a billion bees escape to freedom after a truck overturns in #Washington!pic.twitter.com/6VWQ5sK1Qw #USA
— ⚡️🌎 World News 🌐⚡️ (@ferozwala) May 31, 2025
🔊 Whatcom County Police in Washington state announced that a truck transporting approximately 250 million bees overturned,…
মার্কিন যুক্তরাষ্ট্রে মৌমাছি স্থানান্তর একটি বিশাল বড় ব্যবসা, আর এই ব্যবসার অধীনে বহু কৃষক মৌমাছির কলোনি ভাড়া দেন পরাগায়নের মাধ্যমে ভাল মানের শস্য উৎপাদনের জন্য। এই মৌমাছির ঝাঁকটিও সম্ভবত কোনও নির্দিষ্ট খামারের দিকেই রওনা হয়েছিল। স্থানীয় কর্মকর্তারা পরে মৌমাছি পালনকারী সম্প্রদায়কে তড়িঘড়ি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আধুনিক কৃষিব্যবস্থার অধীনে এই মৌমাছি স্থানান্তর একটি বড় ব্যবসা। বহু বৃহত্তর ফার্ম মূলত ভাল মানের শস্য উৎপাদনের জন্য পরাগায়নের মাধ্যম হিসেবে মৌমাছির কলোনির উপরেই নির্ভর করে থাকে। মূলত ফল, বাদাম, সবজি যেগুলি পতঙ্গের পরাগায়ন ছাড়া ফলন দেয় না। বাণিজ্যিক মৌচাক-সংরক্ষকরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে তাই মৌচাক ট্রান্সপোর্ট করেন। এতে বহু ধরনের মরশুমি ফসলের ফলনে সাহায্য হয়।






















