Diamond Earrings: ৬.৮ কোটির হিরের আংটি চুরি ! পুলিশ আসতেই টপ করে গিলে ফেললেন; তারপর কী হল এই ব্যক্তির ?
Man Swallows Diamond Earrings: বিগত ২৬ ফেব্রুয়ারি অর্ল্যান্ডোর মল অ্যাট মিলেনিয়া শপিং মলের একটি দোকান টিফ্যানি অ্যান্ড কোং থেকেই এই হিরের আংটি চুরি করেছিলেন উদ্দিষ্ট ব্যক্তি।

Trending News: অবাক কাণ্ড ! ঠিক যেন কিরীটি রায়ের নীলা রহস্যের সেই অপরাধীর মত যে কিনা নিজের গলার মধ্যে লুকিয়ে রেখেছিল চুরি করা নীলা। হুবহু এক না হলেও যথেষ্ট মিল রয়েছে ঘটনার। তবে বাংলায় কিংবা ভারতে নয়, সুদূর মার্কিন মুলুকের ফ্লোরিডায়। এক শপিং মলের দোকান থেকে দুই জোড়া হিরের আংটি (Diamond Earrings) চুরি করে নিয়ে পালায় এক ব্যক্তি আর তারপর পুলিশ কাছে আসতেই চুরি ধরা পড়ার ভয়ে সেই দুই জোড়া আংটি টপ করে গিলে ফেলেন তিনি। ৬.৮ কোটির সেই হিরের আংটি চলে যায় তার পেটে।
কোথায় ঘটেছে
বিগত ২৬ ফেব্রুয়ারি অর্ল্যান্ডোর মল অ্যাট মিলেনিয়া শপিং মলের একটি দোকান টিফ্যানি অ্যান্ড কোং থেকেই এই হিরের আংটি চুরি করেছিলেন উদ্দিষ্ট ব্যক্তি যার নাম জানা গিয়েছে জেথ্যান লরেন্স গ্লাইডার, বয়স ৩২। তিনি নিজেকে সেই দোকানে গিয়ে একজন অর্ল্যান্ডো ম্যাজিক প্লেয়ার হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং সেই গয়নার দোকান ঘুরে দেখতে চেয়েছিলেন।
কী জানা গেল
অভিযুক্ত ব্যক্তি হঠাৎ করেই দুই জোড়া হিরের আংটি নিয়ে চুরি করে পালান। একটি ৪.৮৬ ক্যারাটের হিরের আংটি যার দাম ১.৩ কোটি টাকা এবং অন্যটি ৮.১০ ক্যারাটের হিরের আংটি যার দাম ৫.২ কোটি টাকা। সেই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্লাইডার নামের সেই ব্যক্তি আংটি দুটি নিয়েই দৌড়ে পালিয়ে যান সেই দোকান থেকে। পরে তাঁকে আটক করে অর্ল্যান্ডো পুলিশ, তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে সেই হিরের আংটির সন্ধান না পেয়ে পুলিশ চুরির দায়ে অভিযুক্ত করে সেই ব্যক্তিকে।
পেটের মধ্যে হিরের আংটি
পরে তাঁকে জেলে স্থানান্তরিত করা হলে পুলিশকে তিনি জানান যে সেই হিরের আংটি রয়েছে তার পেটের মধ্যে এবং একটি স্ক্যান করে সেই আংটি আবিষ্কার করা হয়। এই ব্যক্তি এর আগে ২০২২ সালেও টিফ্যানি অ্যান্ড কোং সংস্থার আরেকটি দোকানে ডাকাতি করে ধরা পরেছিলেন বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে ৪৮টি ওয়্যার্যান্ট এসেছে আগেও। বর্তমানে ফার্স্ট ডিগ্রি চুরি এবং ডাকাতির দায়ে অভিযুক্ত হয়েছেন জেথ্যান লরেন্স গ্লাইডার।






















