Weight Loss: এই এক ওষুধেই ৭৫ কেজি ওজন ঝরালেন মহিলা; কিন্তু তারপরেই এল নতুন সমস্যা !
Weight Loss Drug: ৩৪ বছর বয়সী এই মহিলা একটি ওষুধ খেয়েই এক ধাক্কায় কমিয়ে ফেলেছেন ৭৫ কেজি ওজন। আর তা নিয়েই তুমুল চর্চা সমাজমাধ্যমে।

Viral News: এখনকার দিনে ওজন ঝরানো খুবই চর্চিত একটি বিষয়। আজকাল মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন হয়েছেন। শরীরচর্চার প্রতি ঝোঁক বাড়ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা অনেকেই চান চটজলদি ওজন কমাতে। তা এক অর্থে (Weight Loss) অসম্ভব। আর সেই অসম্ভবকে সম্ভব করেছেন এই মহিলা। ৩৪ বছর বয়সী এই মহিলা একটি ওষুধ খেয়েই এক ধাক্কায় কমিয়ে ফেলেছেন ৭৫ কেজি ওজন। আর তা নিয়েই তুমুল চর্চা সমাজমাধ্যমে। কিন্তু তাতেও (Viral News) সমস্যা থামেনি, জুড়েছে নতুন সমস্যা।
৩৪ বছর বয়সী এই মার্কিনি মহিলার নাম অ্যামি কেন। ওজেম্পিক নামের একটি ওষুধ (Weight Loss Drug) খেয়েই ৭৫ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন এই মহিলা। শিকাগোর বাসিন্দা অ্যামির ওজন আগে ছিল ১৩৬ কেজি। তিন সন্তানের মা তিনি, আর সেই তিনিই মাত্র ২ বছরের মধ্যে এই ওজেম্পিক নামের ওষুধ ইঞ্জেকশন নিয়ে রোগা হয়েছেন। এখন তার ওজন ৬১ কেজি। আর এভাবে যে শুধু তার ওজন (Weight Loss) কমেছে তাই নয়, তার আত্মবিশ্বাসও অনেকাংশে বেড়ে গিয়েছে। তিনি অন্যদেরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন যাতে সহজেই তারা ওজন কমাতে পারেন, এই প্রতিবন্ধকতা দূর করতে পারেন।
তার চেহারার সৌন্দর্যের মধ্যে এখন বাড়তি সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেটের কাছে অতিরিক্ত চামড়া এসে জুড়েছে। এই ধরনের ওষুধ যারা খান, তাদের মধ্যে এই লক্ষণ স্বাভাবিক ভাবেই দেখা যায়। এমনকী ক্যালিফোর্নিয়ার এক বিখ্যাত কসমেটিক সার্জন ডা. সায়ামক আঘা জানিয়েছেন যে এই ওষুধ (Weight Loss) ব্যবহার করেন এমন বহু মানুষই তার কাছে এই বাড়তি চামড়া সরিয়ে নেওয়ার জন্য আসেন। শুধু যে পেটেই এই চামড়া জমে তা নয়, রোগীরা অনেকক্ষেত্রেই মুখে, গলায় এবং তার পিঠেও পাতলা বাড়তি চামড়ার কারণে অস্বস্তিতে পড়েন।
আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যামি এখন আরও একটি চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে হট ও কোল্ড থেরাপির মাধ্যমে চামড়া শক্ত ও বাঁধনযুক্ত করা হয়। অ্যামি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তার স্বাস্থ্য এখন আগের থেকে অনেক ভাল হয়েছে, ফলে সেটি আরও ভাল করার জন্য তিনি যারপরনাই চেষ্টা করবেন।
আরও পড়ুন: Pune News: ট্রাফিক সিগনালে BMW দাঁড় করিয়ে প্রকাশ্যে মূত্রত্যাগ ! ভিডিয়ো ভাইরাল হতেই...






















