Viral Video: বাঘ দেখেই মাটিতে গড়াগড়ি চিতাবাঘের! দেখুন ভাইরাল ভিডিও
Viral: ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ঘন জঙ্গলের পাশে রাস্তায় বসে রয়েছে একটি বাঘ। দূর থেকে কিছুটা একটা তাক করে রয়েছে সে।
Viral Video: বাঘের সঙ্গে অন্য বন্যপ্রাণী, মূলত যারা বাঘের তুলনায় কম শক্তিশালী তাদের লড়াইয়ের ভাইরাল ভিডিও (Viral Video) হামেশাই সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। অনেকক্ষেত্রেই এইসব লড়াইয়ে চালাকি করে বাঘের গ্রাস থেকে পালায় শিকার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাঘের শক্তির কাছে ধরাশায়ী হয়েছে তুলনায় কম শক্তিশালী শিকার। তবে এবার এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে একটি পূর্ণবয়স্ক বাঘ আর চিতাবাঘকে মুখোমুখি হতে দেখা গিয়েছে। বনবিভাগের আধিকারিক নিজেই এই ভাইরাল ভিডিও শেয়ার করে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা অর্থাৎ বাঘ এবং চিতাবাঘ এভাবে মুখোমুখি হওয়ার ঘটনা বেশ বিরল। ভিডিওর ক্যাপশনে সুশান্ত নন্দা আরও লিখেছেন, 'আপনাদের কি মনে হয় এরা একে অন্যকে আক্রমণ না করেই পিছিয়ে যাবে? শান্তিপূর্ণ সহাবস্থান?'
This face off between the tiger & leopard is bit unnatural.
— Susanta Nanda (@susantananda3) February 22, 2023
What do you think as to why both backed up without attacking each other. Peaceful coexistence? pic.twitter.com/O7yTkkFYil
ট্যুইটারে আইএফএস আধিকারিকারের শেয়ার করা ওই ভিডিও ইতিমধ্যেই ব্যাপকহারে ভাইরাল হয়েছে। ক্রমশ বাড়ছে লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ঘন জঙ্গলের পাশে রাস্তায় বসে রয়েছে একটি বাঘ। দূর থেকে কিছুটা একটা তাক করে রয়েছে সে। ক্যামেরা ঘুরতেই বোঝা গেল বাঘটির নজর রয়েছে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি চিতাবাঘের দিকে। হঠাৎই দেখা গিয়েছে যে চিতাবাঘটি মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু করেছে। চিতাবাঘের এমন ভঙ্গি দিকে তার দিকে একটু ছুটে গেলেও মোটেই আক্রমণ করেনি বাঘটি। বরং মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে দিব্যি পাশ কাটিয়ে চলে গিয়েছে। আর এই পাশ কাটিয়ে যাওয়ার ঘটনাকেই অপ্রাকৃতিক অ্যাখ্যা দিয়েছেন আইএসএফ অফিসার। গত ২২ ফেব্রুয়ারি এই ভিডিও শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায়।
এই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন, অনায়াসে বাঘটি চিতাবাঘটিকে আক্রমণ করে মেরে ফেলতে পারত বা আহত করতে পারত। কিন্তু সেটা সে করেনি। অনেকে আবার বলেছেন একেই বলে সহাবস্থান। বন্যপ্রাণীরা জঙ্গলের নিয়ম মেনে চলে।
আরও পড়ুন- ভলিবল খেলছে পোষ্য সারমেয়, পাল্লা দিচ্ছে মানুষের সঙ্গে, ভাইরাল ভিডিও