Viral: ১০ বছরের মেয়ের গায়ে গরম কফি ফেললেন বিমানের ক্রু! পুড়ে-জ্বলে গেল নাবালিকার দেহ
Viral News: বিমানে সফর চলাকালীন এক কাপ হট চকোলেট তাঁর গায়ে উল্টে যাওয়ার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
নয়া দিল্লি: উড়ানে ভয়ঙ্কর (Flight viral) অভিজ্ঞতা নাবালিকার। বিমানে সফর চলাকালীন এক কাপ হট চকোলেট (Hot chocolate) তাঁর গায়ে উল্টে যাওয়ার জেরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হল ১০ বছরের মেয়েটিকে। জানা গিয়েছে শিশুটির বাঁ পায়ে সেকেন্ড-ডিগ্রি বার্ণ হয়েছে। (Viral News)
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১১ অগাস্ট। ফ্রাঙ্কফুর্ট যাওয়ার এয়ার ভিস্তারা ফ্লাইটে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হন নাবালিকার পরিবার। যদিও পরিবারের তরফে অভিযোগ এই ঘটনার পর এয়ারলাইনস ক্ষমা চায়নি এবং চিকিৎসা খরচ দেয়নি। যদিও উড়ান সংস্থার তরফে বলা হয়েছে, তাঁদের একটি টিম নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁরা যাতে সুস্থভাবে ভারতে ফিরে আসতে পারেন সেই ব্যবস্থা করছেন তাঁরা। সমস্ত চিকিৎসা ব্যয় তাঁরা বহন করবে, এমনটাই জানান হয়েছে।
ওই নাবালিকার মা রচনা গুপ্ত জানিয়েছে, তিনি তাঁর মেয়ে তাঁরাকে নিয়ে ফ্রাঙ্কফুর্টের ওই ফ্লাইটে সফর করছিলেন। এই ঘটনার কারণে তাঁরা লিসবনে তাঁদের কানেক্টিং ফ্লাইটটিও মিস করেছেন। তিনি জানিয়েছেন, এই ঘটনার পর একজন প্যারামেডিকাল স্টাফ তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এয়ারলাইনসের তরফে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলেও ক্ষমা চাওয়া হয়নি। পাশাপাশি উচ্চ চিকিৎসার ব্যয়ও বহন করেনি।
@airvistara air hostess causes 2nd degree burn to 10 year old on flight to Frankfurt.
— Rachna Gupta (@GuptaRachna76) August 12, 2023
An unfortunate accident poorly handled . Vistara hostess didn’t apologize , captain or crew members didn’t apologize . After basic first aid on flt my daughter and I were left in an ambulance
আরও পড়ুন, মহাকাশ থেকে কেমন দেখতে লাগে হিমালয়কে? 'অপূর্ব দৃশ্য'র ছবি তুললেন মহাকাশচারী
মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ এই গোটা ঘটনাটি জানিয়েছেন ওই নাবালিকার পরিবার। তারার মা জানিয়েছেন, তাঁকে ৫০৩ ইউরো দিতে হয়েছে ওই অ্যাম্বুলেন্সের জন্য। সেই খরচটিও দেয়নি উড়ান সংস্থা। তিনি বলেছিলেন যে তারা তাদের সংযোগকারী ফ্লাইট মিস করেছে। যদইও এয়ারলাইন তাদের জন্য একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করেনি, এ অভিযোগও জানিয়েছেন। তিনি দাবি করেছিলেন যে উড়ান সংস্থাটি তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল, তবে তার সোশাল পোস্টের পরেই।
অন্যদিকে, এয়ার ভিস্তারার তরফে বলা হয়েছে যে ইতিমধ্যেই মা ও মেয়ের ভারতে ফিরে আসার সমস্ত ব্যবস্থা করে দিয়েছে তাঁরা। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানো নিশ্চিত করার কথাও জানান হয়েছে সংস্থার তরফে।