Viral News: ৫ ঘণ্টার কোটিপতি ! বিপুল টাকা অ্যাকাউন্টে এসেও ভ্যানিশ নিমেষে
Viral News: ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকার কথা ছিল সামান্য পরিমাণ টাকা। তার বদলে দেখা গিয়েছিল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে ৮৭.৬৫ কোটি টাকা। তা আবার উধাও হয়ে গিয়েছে কয়েক ঘণ্টার মধ্যেই।

Viral News: ক্ষণিকের কোটিপতি হয়েছিল নবম শ্রেণির এক ছাত্র। তবে সৌভাগ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাস্তবে লক্ষীলাভ হওয়ার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে বিপুল পরিমাণ টাকা। বিহারের মুজফফরপুরে ঘটেছে এই ঘটনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নবম শ্রেণির ওই ছাত্র ভেবেছিল নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলবে। ব্যাঙ্কে কত টাকা ব্যালেন্স রয়েছে তা জানার জন্য স্থানীয় একটি সাইবার ক্যাফেতে গিয়েছিল সে। আর সেখানে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়ে চোখ কপালে উঠেছিল ওই ছাত্রের। সামান্য কিছু টাকা থাকার পরিবর্তে ছাত্রের অ্যাকাউন্টে ছিল ৮৭.৬৫ কোটি টাকা। শুধু নবম শ্রেণির ছাত্র সইফ আলি নয়, সাইবার ক্যাফের মালিকের চক্ষুও ছানাবড়া হয়ে গিয়েছিল টাকার পরিমাণ দেখে।
কিছু একটা গন্ডগোল হয়েছে আন্দাজ করে, ফের একবার সইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন ওই সাইবার ক্যাফের মালিক। কিন্তু তখনও দেখা গিয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ওই বিপুল পরিমাণ টাকাই। কোটি কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখে সইফ দৌড় মারে নিজের বাড়িতে। খোঁজ দেয় নিজের মাকে। এরপর এক প্রতিবেশীর সহায়তায় ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কাস্টোমার সার্ভিস পয়েন্টেও গিয়েছিল সইফ আলি। কিন্তু তখন দেখা যায় ৮৭.৬৫ কোটি টাকা বদলে গিয়েছে মাত্র ৫৩২ টাকায়। আপাতত ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র ৫ ঘণ্টা ওই বিপুল পরিমাণ টাকা ছিল সইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
গোটা ঘটনায় স্বভাবতই হকচকিয়ে গিয়েছে সইফ এবং তার পরিবারের লোকজন। ব্যাঙ্কে গিয়ে কর্তৃপক্ষকে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা আসা এবং পরক্ষণেই উধাও হয়ে যাওয়া- সবটাই জানানো হয়েছে। ব্যাঙ্কের তরফেও জানানো হয়েছে, ওই অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা উধাও হয়েছে এবং ব্যালেন্স ফিরে এসেছে স্বাভাবিক জায়গায়। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে। উত্তর বিহার গ্রামীণ ব্যাঙ্কে ছিল সইফ আলির অ্যাকাউন্ট। আপাতত ব্যাঙ্কের তরফে অন্তর্বর্তী তদন্ত শুরু হয়েছে। কীভাবে সইফের অ্যাকাউন্টে অত টাকা এল, কীভাবে বা আবার উধাও হয়ে গেল, তা জানার চেষ্টা চলছে। ব্যাঙ্কের তরফে এই গোটা ঘটনায় অর্থাৎ কীভাবে এই সমস্যা তৈরি হয়েছে, কে বা কারা এর সঙ্গে যুক্ত সেই প্রসঙ্গে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।






















