Viral News: বিমানের আসনে নেই 'আস্ত সিট'টাই! কয়েক হাজারের টিকিট কেটেও হেনস্থা যাত্রীর!
Viral Post: পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এক বেনজির ঘটনার সাক্ষী হলেন যাত্রী। কয়েক হাজার টাকার টিকিট কেটে বিমানের নির্দিষ্ট আসনে বসতে গিয়ে ওই যাত্রী দেখেন বিমানের আস্ত সিটই নেই!
নয়া দিল্লি: সময় বাঁচাতে ট্রেনের ফার্স্ট ক্লাসের থেকেও বেশি ভাড়া দিয়ে বিমানে (Flight) যাত্রা করে থাকেন কমবেশি সকলেই। উদ্দেশ্য একটাই- আরাম করে কম সময়ে গন্তব্যে পৌঁছনো। সাম্প্রতিক সময়ে বিমানের ভাড়া বেড়েছে অনেকটাই। সেদিক থেকে দেখলে টাকা মোতাবেক পরিষেবাও আশা করে থাকে যাত্রীরা। কিন্তু এবার এক 'চরম অব্যবস্থার' অভিযোগ উঠল ইন্ডিগোর (Indigo) বিরুদ্ধে।
পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এক বেনজির ঘটনার সাক্ষী হলেন যাত্রী। কয়েক হাজার টাকার টিকিট কেটে বিমানের নির্দিষ্ট আসনে বসতে গিয়ে ওই যাত্রী দেখেন বিমানের আস্ত সিটই নেই! শুনতে অবাক মনে হলেও ওই যাত্রী যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে এমনই দৃশ্য!
সোশাল মিডিয়ার পোস্ট থেকে জানা যাচ্ছে, ইন্ডিগোর ফ্লাইট নম্বর 6E-6798 এ যাত্রা করার কথা ছিল সাগরিকা পট্টনায়েক এবং তার স্বামী সুব্রত পট্টনায়েকের। টিকিট অনুযায়ী সাগরিকা পট্টনায়েকের সিট পড়েছিল 10A-এ। সেখানে বসতে গিয়ে তিনি দেখেন, বসার আসনের সিটটিই নেই। বেরিয়ে রয়েছে সিটের কঙ্কাল।
এক জাতীয় সংবাদমাধ্যমকে ওই যাত্রীর স্বামী জানান, প্রাথমিকভাবে তারা ওই আসনের চারিপাশে সিট কুশন খুঁজতে থাকেন, যদি তা পেতে ওই আসনে বসা যায়। কিন্তু তা কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর ইন্ডিগোর কেবিল ক্রু-দের একথা জানানও হয়। প্রাথমিকভাবে যাত্রার শুরুতেই হেনস্থার মুখে পড়তে হয় তাঁদের। যদিও এরপর আরেকটি সিট থেকে আসন টেনে এনে ওই সিটে জুড়ে দেওয়া হয় বলে জানান হয়।
তবে এই ঘটনা সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে উড়ান সংস্থা ইন্ডিগো। যদিও তাদের দেওয়া উত্তর অনেক নেটিজেনেরই সন্তোষজনক বলে মনে হয়নি। ইন্ডিগোর তরফে জানান হয়, 'এই ঘটনা কখনই কাম্য নয়। তবে অনেকসময় সিট থেকে এই ভেলক্রোগুলি সরে যায়। বিমানের ক্রু-রা সেই বিকল্প ব্যবস্থা করে দেন। এই ঘটনাটি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।'
আরও পড়ুন, ঘরের এই কোণে অবস্থান রাহু-কেতুর! ভুল করেও এই জিনিসগুলি রাখছেন না তো?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে