Viral News: বাইক থেকে গাড়ি, কর্মীদের দিওয়ালি উপহারে কোটি টাকার ওপর খরচ! খবর পেতেই সরগরম নেটপাড়া
Diwali Gift : ব্যবসায়ী জানিয়েছেন, কর্মী নয়, পরিবারের সদস্য মনে করি, তাই তাঁদের জন্য উপহার দিতে আর কে দামের কথা বেশি ভাবে।
চেন্নাই : কেউ পেলেন বাইক (bike), কারোর আবার বরাতে জুটল চার চাকা (cars)। আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালির আগে উপহারের বহরে মুখে হাজার ওয়াটের আলো কর্মীদের। চেন্নাইয়ের এক অলঙ্কার ব্যবসায়ী (Jewellery shop owner) তাঁর দোকানের কর্মীদের উৎসবের উপহার হিসেবে গাড়ি, বাইক উপহার দিয়েছেন! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও ঘটেছে এমনটাই। আর চমকে দেওয়া উপহারের যে খবর পেতেই সরগরম নেটপাড়া। মুহূর্তে ভাইরাল (Viral News) যে খবর। কারোর কারোর সরস মন্তব্য, বাকি সংস্থাগুলোও যদি এমন মালিক পেত।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চেন্নাইয়ের ব্যবসায়ী জয়ন্তী লাল চানাথি তাঁর সংস্থা চালানি জুয়েলার্সের কর্মরতদের ১০ টি গাড়ি ও ২০ টি বাইক উপহার দিয়েছেন। বাইক গাড়ি মিলিয়ে উপহার দিতে যিনি খরচ করেছেন ১ কোটি ২০ লক্ষ টাকা। কিন্তু কেমন এমন দামী উপহার ? একগাল হেসে ব্যবসায়ী জানিয়েছেন, কর্মী নয়, পরিবারের সদস্য মনে করি, তাই তাঁদের জন্য উপহার দিতে আর কে দামের কথা বেশি ভাবে।
ভাল সময়ের মতো কঠিন সময়েও কর্মীদের পাশে পেয়েছেন, তাই আলোর উৎসবে কর্মীদের মুখে হাসি ফোটাতেই উপহারের ব্যবস্থা বলেই জানান ব্যবসায়ী জয়ন্তী লাল চানাথি। তিনি জানান, কোভিডের ধাক্কার পর একসময় প্রচণ্ড খারাপ চলছিল ব্যবসা। কঠিন সময়েও তাঁকে ছেড়ে যাননি তাঁর কর্মচারীরা। তাঁদের পাশে পেয়েছেন পরিবারের মতো করেই। তাই এখন যখন ব্যবসা লাভের মুখে দেখেছে, তখন পরিবারের সকলের জন্য কিছু করাটা কর্তব্য বলেই মনে করেছেন তিনি।
Chennai, Tamil Nadu | A jewellery shop owner gifted cars and bikes to his staff as Diwali gifts
— ANI (@ANI) October 17, 2022
They have worked with me through all ups and downs. This is to encourage their work. We are giving cars to 10 people and bikes to 20: Jayanthi Lal, owner of the jewellery shop (16.10) pic.twitter.com/xwUI0sgNRn
প্রত্যেক সংস্থার মালিকদের কাছে তাঁর আর্জি, কর্মীদের কাছে টেনে নিন, উপহার দিয়ে ভালবাসার প্রকাশ করুন।
আরও পড়ুন- 'সপ্তাহের সবথেকে বিশ্রী দিন' কোন বার? জানিয়ে দিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড