Viral News: 'লিপস্টিক রাখার জন্য ব্যাগ কিনব', ছোট্ট মেয়ের আবদারে ২৭ লাখের ব্যাগ কিনলেন মা
Viral News: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক মহিলা তাঁর মেয়ের জন্য বিলাসবহুল (Viral Video) হার্মেস মিনি কেলির ব্যাগ কিনছেন।
Mumbai: সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে এক মহিলা তাঁর মেয়ের জন্য বিলাসবহুল (Viral Video) হার্মেস মিনি কেলির ব্যাগ কিনছেন। সেই ব্যাগের দাম ২৬ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৭.৫ লক্ষ টাকা। তাঁর মেয়ে যাতে মধুচন্দ্রিমায় যাওয়ার সময় নিজের লিপস্টিক রাখতে পারে, তাই তিনি এই অতি বিলাসবহুল ব্যাগ কিনে দিয়েছেন তাঁর মেয়েকে।
ভাইরাল হয়েছে ভিডিয়ো
'লাভ লাক্সারি' নামের একটি চ্যানেল পোস্ট করেছে ভিডিয়ো যারা কিনা একটি ডিজাইন কোম্পানি। এই ভিডিয়োর শুরুতে দেখা যায় সেই মহিলা নিজের পরিচয় দেন এবং জানান যে তিনি মুম্বইতে থাকেন, মেয়ের জন্য একটি বার্কিন ব্যাগ (Viral Video) কিনতে চান। তাঁর মেয়ে ডিসেম্বর মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যেখানে তাঁর মেয়ে নিজের জন্য একটি ছোট্ট কেলি ব্যাগ কিনতে চেয়েছিল, তাঁর মা তাঁকে বলেন যে কেলির এই ব্যাগ খুবই ছোট। তাঁর মেয়ে তাঁকে জানায় যে তাঁর শুধু নিজের লিপস্টিক রাখার জন্যই একটি ব্যাগ চাই। স্টোরে মেয়েকে অনেক রঙের ব্যাগের বিকল্প দেখানো হয়, অবশেষে সাদা রঙের একটি মিনি কেলি ব্যাগ পছন্দ হয় তাঁর। তাঁর মায়ের যদিও ট্যান ভার্সনটিই বেশি পছন্দ ছিল।
কমেন্টের বন্যা
এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছিল, 'আপনিও কি লিপস্টিক রাখার ব্যাগ কিনতে ২৬ হাজার পাউন্ড খরচ করবেন ?' সমাজমাধ্যমে লক্ষ লক্ষ ভিউজ আসে এই ভিডিয়োতে, আর নেটিজেনরা নানাবিধ মন্তব্য করেছেন এই ভিডিয়োকে ঘিরে। একজন লিখেছেন, 'এই ২৬ হাজার পাউন্ডে গোটা বিয়ের খরচই চলে আসবে। কিছু কিছু লোকের কাছে এত টাকা যে তারা হাজার হাজার টাকা সামান্য একটা ব্যাগের পিছনে খরচ করেন'। আবার একজন লেখেন, 'এটা পাগলামো ছাড়া আর কিছুই নয়'। আবার একজন এই ঘটনার সমালোচনা করে লেখেন, 'আমি যদি মেয়েটির মা হতাম, তাহলে আমার কাছে এই টাকা থাকলে মেয়ের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতাম, সামান্য একটা ব্যাগের পিছনে এত টাকা খরচ করতাম না'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: iPhone 14: আইফোন ১৪ সহ আরও ৩ মডেল বিক্রি বন্ধ হল এখানে, কেন ?