(Source: ECI/ABP News/ABP Majha)
Viral News : বেচেন চা, কিনলেন ঝাঁ চকচকে মার্সিডিজ, প্রফুল্ল বিল্লোরকে চেনেন ?
Prafull Billore : মোটিভেশনাল স্পিকার, সোশ্যাল মিডিয়া স্টারও হয়ে উঠেছেন প্রফুল্ল।
নয়াদিল্লি : ঝাঁ চকচকে মার্সিডিজের নতুন এসইউভি (Mercedes SUV)। ৯০ লক্ষ টাকা খরচ করে পছন্দের নতুন গাড়ি কিনেছেন। ইনস্টাগ্রামে নতুন গাড়ির ছবি ভক্তদের সঙ্গে ভাগও করে নিলেন। ভাবছেন কোনও সুপারস্টারের কথা বলা হচ্ছে ? উত্তরটা হ্যাঁ, আবার নাও। নতুন গাড়ি কিনেছেন যিনি, তাঁর নাম প্রফুল্ল বিল্লোর (Prafull Billore)। পেশায় যিনি চা বিক্রেতা। তবে এখন আর নেহাত চা-ওয়ালা নন, প্রফুল্ল-র 'এমবিএ চায়েওয়ালা' (MBA Chaiwala) ব্র্যান্ড ভারতখ্যাত।
২০১৭ সালে আমদাবাদের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (IIM Ahmedabad) সামনে প্রথম চায়ের দোকান খোলেন তিনি। যারপর ধীরে ধীরে প্রফুল্ল-র চায়ের দোকান হয়ে ওঠে ব্র্যান্ড। এই মুহূর্তে দেশের একাধিক জায়গায় রয়েছে এমবিএ চায়েওয়ালার আউটলেট। শুধুমাত্র ব্যবসায়ীই নন প্রফুল্ল বিল্লোর এই মুহূ্র্তে মোটিভেশনাল স্পিকার হিসেবেও বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন। পাশাপাশি যেভাবে সামান্য দোকান থেকে গোটা দেশজোড়া আউটলেট খুলে কোটি টাকার ব্যবসা করছেন প্রফুল্ল, তাতে সোশ্যাল মিডিয়াতেও স্টার হয়ে উঠেছেন তিনি।
১৯৯৬ সালে গুজরাতে জন্মগ্রহণ করেন প্রফুল্ল বিল্লোর। অনেকেরই ধারণা এমবিএ করার পর চায়ের দোকান তথা ফ্র্যাঞ্চাইজি খুলেছিলেন তিনি। যদিও CAT পরীক্ষায় পাশ না করতে সেই ইচ্ছে পূরণ যদিও হয়নি। এমবিএ পড়ার ইচ্ছাপূরণ না হলেও ভেঙে না পড়ে বরং অন্য রাস্তা বেছে নেন প্রফুল্ল। আইআইএম আমদাবাদের সামনেই তিনি প্রথম চায়ের দোকান দেন। আর এই মুহূর্তে এমবিএ চায়েওয়ালা ফ্র্যাঞ্চাইজির নেট মূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শুধু চা বিক্রিই নয় একাধিক ক্যাম্পেন তথা জনসংযোগমূলক কাজ করে ক্রমশ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে থাকেন প্রফুল্ল। ইনস্টাগ্রামে এই মুহূর্তে ১.৫ মিলিয়ন ফলোয়ার তাঁর। 'মেহফিল-এ কবিতা', 'ফ্রি-চা ফর সিঙ্গলস', 'ইয়ুথ আন্ত্রেপ্রনর অপ দ্য সিশন'-এর মতো বেশ কিছু জনপ্রিয় ক্যাম্পেন চালিয়েছেন তিনি।
মাত্র ৮ হাজার টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন স্বপ্ন দেখা। একটা ছোট্ট চায়ের দোকান থেকে আস্তে আস্তে ব্যবসার শ্রীবৃদ্ধি। কোনও কিছুই অসম্ভব নয় লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে দেশে ২০০-র বেশি এমবিএ চায়েওয়ালার আউটলেট খুলে ফেলেছেন তিনি। বার্ষিক টার্নওভার ছুঁয়েছে প্রায় ২৫ কোটি টাকা। প্রফুল্লের নতুন মার্সিডিজের এসইউভি কেনায় তাই বেশিরভাগই উৎসাহ জোগানোর পাশাপাশি তাঁর পিঠ চাপড়ে দিচ্ছেন।
আরও পড়ুন- 'নাটু নাটু'র সুরে 'নাচল' টেসলা, গাড়ির আলোতে বেনজির লাইট-শো প্রদর্শন