Viral News: অভিনেত্রী প্রেমিকার জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, বেঙ্গালুরু থেকে গ্রেফতার 'চোর বয়ফ্রেন্ড'
Viral: ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েও চুরি-ডাকাতিই পেশা। জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম। তাঁর জন্যই বানিয়েছিলেন বিলাসবহুল বাড়ি। উপহার দিয়েছিলেন অত্যন্ত দামি অ্যাকোরিয়াম। অবশেষে পুলিশের জালে প্রেমিক।

Viral News: প্রেমিকার জন্য কলকাতায় ৩ কোটির প্রাসাদ বানিয়েছিলেন 'চোর' বয়ফ্রেন্ড। তাঁকেই এবার গ্রেফতার করল পুলিশ। বেঙ্গালুরু থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। চুরি-ডাকাতি করে যে টাকা জমিয়েছিলেন তাই দিয়েই প্রেমিকার জন্য বিলাসবহুল বাড়ি তৈরি করেছিলেন ৩৭ বছরের পঞ্চাক্ষরী স্বামী। পুলিশ সূত্রে খবর, এক পরিচিত অভিনেত্রীর সঙ্গেও নাকি বেশ ভাল যোগাযোগ রয়েছে এই ব্যক্তির। তবে শেষ পর্যন্ত তাঁর যাবতীয় জারিজুড়ি ফাঁস হয়েছে এবং মাদিভালা পুলিশ বেঙ্গালুরু থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন পঞ্চাক্ষরী স্বামী। অবশেষে তাঁর অপরাধমূলক কাজে ইতি টানতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই ব্যক্তি মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। তিনি বিবাহিত তো বটেই, এক সন্তানের পিতাও এই ব্যক্তি। কিন্তু তার পরেও পরিচিত ছিলেন নারীসঙ্গের জন্য। তদন্তে পঞ্চাক্ষরী স্বামী সম্পর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ২০০৩ সাল থেকে চুরিবিদ্যায় হাতেখড়ি তাঁর। সেই সময় নাবালক ছিলেন পঞ্চাক্ষরী। মাত্র ৬ বছরের মধ্যে অর্থাৎ ২০০৯ সালের মধ্যেই পেশাদার চোর হয়ে উঠেছিলেন এই ব্যক্তি। অপরাধ জগতের সঙ্গে যুক্ত থেকেই বানিয়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি।
২০১৪-২০১৫ সাল নাগাদ এক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় পঞ্চাক্ষরীর। শুরু হয়েছিল প্রেমের সম্পর্ক। পুলিশের দাবি, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পঞ্চাক্ষরী স্বামী জানিয়েছেন, ওই অভিনেত্রীর পিছনে কোটি কোটি টাকা উড়িয়েছেন তিনি। এমনকি কলকাতার বুকে বানিয়ে দিয়েছিলেন ৩ কোটি মূল্যের বিলাসবহুল বাড়ি। উপহার দিয়েছিলেন ২২ লক্ষ টাকার একটি অ্যাকোরিয়ামও।
এর আগে ২০১৬ সালে গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। ৬ বছরের জেল হয় তাঁর। আহমেদাবাদের সবরমতী সেন্ট্রাল জেল থেকে ছাড়া পাওয়ার পর বেঙ্গালুরু ফিরে যান তিনি। এরপর মহারাষ্ট্র পুলিশ ফের তাঁকে গ্রেফতার করে একই ধরনের অপরাধ করার জন্য। ২০২৪ সালে ছাড়া পাওয়ার পর ফের বেঙ্গালুরুতেই ফিরে যান পঞ্চাক্ষরী স্বামী। সেখানে গিয়ে ফের বাড়িতে বাড়িতে চুরি, ডাকাতি শুরু করেন এই ব্যক্তি।
গত ৯ জানুয়ারি বেঙ্গালুরুর মাদিভালা এলাকার একটি বাড়িতে চুরি করেছিলেন পঞ্চাক্ষরী। তদন্তে নেমে তথ্য সংগ্রহ করে শেষ পর্যন্ত মাদিভালা বাজার এলাকা থেকে পঞ্চাক্ষরীকে গ্রেফতার করে বেঙ্গালুরুর পুলিশ। জেরায় তিনি জানিয়েছেন, এক সঙ্গীর সাহায্য নিয়ে বেঙ্গালুরুতে অপরাধ করেছেন তিনি, এমনটাই দাবি পুলিশের। তল্লাশি চালিয়ে একটি লোহার রড, একটি ফায়ার গান (সোনা গলানোর যন্ত্র) উদ্ধার করেছে পুলিশ। চুরি করা সোনা গলিয়ে সোনার বিস্কুট তৈরি করতেন পঞ্চাক্ষরী স্বামী। মহারাষ্ট্রের সোলাপুরে নিজের বাড়িতে বসেই এইসব কুকর্ম সারতেন তিনি। ১৮১ গ্রামের সোনার বিস্কুট, ৩৩৩ গ্রামের রুপোর জিনিস এবং গয়না গলানোর ওই ফায়ার গান (বন্দুক) বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীরা এও জানতে পেরেছেন যে চুরি করার পর সন্দেহ এড়াতে রাস্তাতেই পোশাক বদলে নিতেন পঞ্চাক্ষরী।
তবে শুধুমাত্র চুরি করাই এই ব্যক্তির একমাত্র গুণ নয়। জানা গিয়েছে, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট রয়েছে এই ব্যক্তির। পঞ্চাক্ষরীর বাবার মৃত্যুর পর ক্ষতিপূরণবাবদ রেলে চাকরি পেয়েছিলেন তাঁর মা। তদন্তে আরও জানা গিয়েছে যে, মায়ের নামে একটি বাড়িও রয়েছে এই ব্যক্তির। যদিও ঋণ শোধ করতে না পারায় ব্যাঙ্কের তরফে বাড়ি নিলামের ঘোষণা করা হয়েছে, এমনটাই খবর পুলিশ সূত্রে।
তথ্যসূত্র- আইএনএএস























