Viral News: পাখির ডানার ঝাপটায় আহত চিকিৎসক! পোষ্যর মালিককে ৭৪ লক্ষ টাকা জরিমানা
Viral Post: ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। পোষ্য ম্যাকাও যেহেতু চিকিৎসককে আহত করেছে, তাই জরিমানার পাশাপাশি দু'মাসের কারাদণ্ডের কথাও বলা হয়েছে, এমনটাই খবর বিবিসির প্রতিবেদনে।
নয়া দিল্লি: পাখির আক্রমণে ধরাশায়ী চিকিৎসক! এমনই এক ঘটনার কথা এবার ভাইরাল সোশাল মিডিয়ায়। তবে খবরে ট্যুইস্ট হল এই ঘটনার জেরে পোষ্য পাখিটির মালিককে বড় অঙ্কের ক্ষতিপূরণের মুখোমুখি পড়তে হচ্ছে।
ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। পোষ্য ম্যাকাও যেহেতু চিকিৎসককে আহত করেছে, তাই জরিমানার পাশাপাশি দু'মাসের কারাদণ্ডের কথাও বলা হয়েছে, এমনটাই খবর বিবিসির প্রতিবেদনে। ডাঃ লিন বলেন, পাখিটি গায়ে আচমকা এসে বসায় পায়ের ঊর্ধাংশের হাড় ভেঙে যায়। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুসারে, পাখির এমন আচরণ অবাক করা না হলেও, এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন, হাঁটতে গিয়ে পথভোলা কুকুর, শেষে ট্যাক্সি নিয়ে ফিরতে হল বাড়িতে
আদালতে সাক্ষ্য অনুসারে ডাঃ লিন যেখানে দৌড়াচ্ছিলেন তার কাছাকাছি জগিংয়ের জন্য অন্য একটি ম্যাকাও নিয়ে এসেছিলেন মালিক। তিনি আদালতে বলেছিলেন যে তিনি আহত হওয়ার পরে হাসপাতালে এক সপ্তাহ কাটিয়েছেন এবং তিনি এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি, বসতে পারেননি চেম্বারেও, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি। প্লাস্টিক সার্জন জানিয়েছেন, আঘাতের ফলে অনেকটাই ক্ষতি হয়েছে তাঁর। তার আইনজীবী বলেন, "তিনি এখন হাঁটতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অবশ হয়ে যায় তাঁর পা।"
বিচারক জানিয়েছেন, এই ম্যাকাওটির আকার ৪০ সেমি লম্বা এবং ৬০ সেন্টিমিটার ডানা। ফলে এত বিশাল প্রাণীর মালিকের "প্রতিরক্ষামূলক ব্যবস্থা" নেওয়া উচিত ছিল।