Viral Video: বাড়ির সামনে রাস্তায় খেলছিল ৪ বছরের শিশু, ঘিরে ধরল একদল পথকুকুর; তারপর ? ভিডিয়ো দেখে শিউরে উঠবেন
Street Dog: সংবাদসূত্রে জানা গিয়েছে বাড়ির সামনেই রাস্তায় খেলছিল শিশুটি এবং সেই সময়েই রাস্তার দুটি কুকুর তার দিকে ধেয়ে আসে। শীঘ্রই দেখা যায় এক মহিলা অকুস্থলে ছুটে আসেন এবং হইচই করতে থাকেন।

হায়দরাবাদ: শুক্রবার হায়দরাবাদের রাজেন্দ্রনগর এলাকায় ৪ বছরের একটি শিশুকে তার বাড়ির কাছেই একদল পথকুকুর হঠাৎ ঘিরে (Viral Video) ধরে। গোল্ডেন হাইটস কলোনিতে শিশুটি খেলার সময় হঠাৎ করেই রাস্তার কুকুরগুলি তার দিকে তাড়া করতে থাকে (Hyderabad News)।
সংবাদসূত্রে জানা গিয়েছে বাড়ির সামনেই রাস্তায় খেলছিল শিশুটি এবং সেই সময়েই রাস্তার কয়েকটি কুকুর তার দিকে ধেয়ে আসে। শীঘ্রই দেখা যায় এক মহিলা অকুস্থলে ছুটে আসেন এবং হইচই করতে থাকেন। তিনি এসেই তড়িঘড়ি কুকুরদের থেকে শিশুটিকে বাঁচান, তাঁকে দেখেই কুকুরগুলি পিছু হটে গিয়েছিল। এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভিডিয়ো দেখে অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন।
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হঠাৎ করেই একদল পথকুকুর একটি শিশুকে তাড়া করতে শুরু করে। শিশুটি রাস্তায় একটি বল নিয়ে খেলছিল, ঘটনা বুঝতে পেরে ভয়ে শিশুটি বল ফেলে নিজেকে বাঁচানোর জন্য পালাতে শুরু করে। কিন্তু শেষরক্ষা হয় না, একটি কুকুর তাকে প্রায় ধরে ফেলে। সৌভাগ্যবশত ঘটনাস্থলে শিশুটির মা চলে আসায় এ যাত্রায় প্রাণে বেঁচে যায় শিশুটি। নিরাপদে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। সেই মহিলা সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। হাসপাতাল শিশুটিকে তড়িঘড়ি চিকিৎসা করে কোনো ক্ষত হয়ে থাকলে তা নিরীক্ষণ করে ছেড়ে দেওয়া হয়।
হায়দরাবাদে পথকুকুরের উৎপাত নিয়ে আবারও চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের মনে, আতঙ্ক বেড়েছে বেশিরভাগ মানুষের। এর আগেও একই ঘটনা ঘটেছে এই এলাকায়। জওহরনগর এলাকায় বিপথগামী কুকুরের আক্রমণে ১৮ মাস বয়সী এক ছেলে মারাত্মকভাবে আহত হয়েছিল। বাড়ির বাইরে খেলতে গিয়ে শিশুটিকে তাড়া করেছিল কুকুরটি।
কিছুদিন আগে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ক্লিপে দেখা যায়, এক তরুণী সালোয়ার স্যুট পরে একটি মোবাইল স্টোরের সামনে দিয়ে যাচ্ছিলেন, তার কোলে শিশু সন্তানকেও দেখা যায়। আর যেইমাত্র তিনি একটি ব্যানারের পাশ দিয়ে এগিয়ে যান, তার সামনেই রাস্তার উপরে ছিল খোলা ম্যানহোল। সেটা খেয়াল না করেই হাঁটার দরুণ শিশু সন্তানকে নিয়েই সেই গভীর ম্যানহোলে পড়ে যান মহিলা। ফোনে ব্যস্ত থাকার কারণে সতর্ক ছিলেন না তিনি।
আরও পড়ুন: Air Ticket: প্রয়াগরাজে কুম্ভমেলায় যাবেন ? ৫০ শতাংশ কমল বিমানভাড়া; কারা পাবেন সুবিধে ?






















