Viral Video: সদ্যোজাতকে শুঁকে শুঁকে পর্যবেক্ষণ বিড়ালের, তারপর কী করল সে, দেখুন ভাইরাল ভিডিও
Viral: বিড়ালটির অদ্ভুত আচরণে হয়রান হয়ে গিয়েছেন সকলেই। কী করেছে ওই বিড়ালটি, দেখে নিন ভাইরাল ভিডিওতে।

Viral Video: বিড়ালদের (Cats) আচার-আচরণ বেশিরভাগ সময়েই বোঝা বেশ মুশকিল। মার্জার প্রজাতি আসলে আপন মর্জির মালিক। কখন যে তারা কেমন আচরণ করবে তা আগে থেকে বোঝা বেশ মুশকিল। তবে এবার একটি সদ্যোজাতকে দেখে একটি পোষ্য বিড়াল যে কাণ্ড করেছে তা দেখে নেটিজেনদের অনেকেই বলছেন, সচরাচর এমনটা নাকি করে না বিড়ালরা। তবে এই বিড়ালটি কেন এমন অদ্ভুত আচরণ করেছে তা স্পষ্ট নয়। ট্যুইটারে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, একটি অত্যাধুনিক চেয়ারের মতো জিনিসের উপর শোয়ানো রয়েছে একটি বাচ্চাকে। মাথায় তার বাঁধা রয়েছে সুন্দর একটি ডিজাইন করা বো। গায়ে দেওয়া রয়েছে পাতলা লেপ বা কম্বল জাতীয় জিনিস।
হঠাৎই তার পাশে এসে হাজির হয়েছে একটি বিড়াল। প্রথমে বেশ শুঁকে শুঁকে বাচ্চাটিকে পর্যবেক্ষণ করেছে সে। তারপর কী মনে হতে হাঁটা দিয়েছে ভিতরে নিজের ঘরের দিকে। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু নিজের ঘরে গিয়ে রীতিমতো কাশতে কাশতে বমি করে দিয়েছে বিড়ালটি। সাধারণত বাচ্চাদের দেখলে মোটেই এমন আচরণ করে না পোষ্যরা। বিশেষ করে কুকুররা তো বাচ্চাদের নিজের বন্ধু ভেবে নেয়। বিড়ালদের ক্ষেত্রে বিশেষ কোনও আচরণ দেখা না গেলেও, এরকম সদ্যোজাতকে শুঁকে দেখার পর বমি করতে এর আগে দেখা যায় না। কেন ওই বিড়ালটি এমন অদ্ভুত আচরণ করেছে তা অবশ্য জানা যায়নি। নেটিজেনদের অনেকেই অবশ্য বিভিন্ন মতামত পেশ করেছেন। কেউ বলেছেন হয়তো বিড়ালটির শরীর আগে থেকেই খারাপ ছিল। তাই ঘরে গিয়ে বমি করে ফেলেছে ও। কেউবা বলেছেন এর পিছনে হয়তো অন্য কোনও কারণ রয়েছে যা বোঝা যাচ্ছে না।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Like whahsjejjckrnfntg pic.twitter.com/Ews4QrWDwE
— Rossi 🦭 (@RossiSongo) November 15, 2022
জানা গিয়েছে, এই বিড়ালটির নাম রোসি। তার নামে রয়েছে একটি ট্যুইটার হ্যান্ডেল। সেখান থেকেই এই ভিডিও শেয়ার করা হয়েছে গত ১৫ নভেম্বর। তারপর থেকে ক্রমশ এই ভীদিওর ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই ১৪ লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভাইরাল ভিডিওর। তার পাশাপাশি ১৬ হাজারের বেশিবার রিট্যুইট করা হয়েছে এই ভিডিও। বাচ্চাটির বাবা-মাকে সন্তানের থেকে বিড়ালটিকে দূরে রাখার পরামর্শও দিয়েছেন নেটিজেনদের অনেকে। বাচ্চাটির মা-বাবাও বেশ হয়রান হয়ে গিয়েছেন পোষ্যের এ হেন আচরণ দেখে। সদ্যোজাতকে শিশুকে দেখে কী এমন হল ওই বিড়ালের যে সে নিজের ঘরে গিয়ে সটান বমি করে দিল, এই প্রশ্নের উত্তর খুঁজছেন নেটিজেনদের অনেকেই।
আরও পড়ুন- বিয়ের আসরে কফিনবন্দি হয়ে এলেন বর! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেট দুনিয়া






















