Viral Video: 'আমার চুরি যাওয়া সেদ্ধ আলু খুঁজে দিন', কালীপুজোর রাতে পুলিশকে ফোন যুবকের!
Viral News:ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারে যে এক ব্যক্তি তার বাড়ি থেকে আলু চুরি হয়ে যাওয়ায় অত্যন্ত চিন্তিত।
নয়া দিল্লি: দীপাবলির রাতে উৎসবে মজে সকলে। কোথাও চলছে দেদার বাজি ফাটানো, কোথাও পুজো উপলক্ষে জমেছে ভিড়। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময়ই তাঁদের কাছে আসে ইমার্জেন্সি ফোন।
দীপাবলির রাতে এমন ফোন পেয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়ে পুলিশ। দীপাবলির রাতে তবে কি বড়সড় দুর্ঘটনা ঘটেছে? এসব হাজারো চিন্তা নিয়ে ওই লোকেশনের দিকে এগিয়ে চলে পুলিশ। গিয়ে যা জানতে পারে, তা শুনে হতবাক হন পুলিশ কর্তারা।
ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারে যে এক ব্যক্তি তার বাড়ি থেকে আলু চুরি হয়ে যাওয়ায় অত্যন্ত চিন্তিত। শুধু তাই নয়, খাবেন বলে আলু সেদ্ধ পর্যন্ত করে রেখেছিলেন, সেই ২৫০ গ্রাম আলু ঘর থেকে চুরি হয়ে যায় বলে তার অভিযোগ।
এই অভিযোগ শুনে পুলিশ হতবাক। কিছুটা অবাক হয়েই তাঁরা ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। বোঝা যায়, ওই ব্যক্তি আকন্ঠ মদ্যপ। তিনি ওই গ্রামের বাসিন্দা। বেশ কিছুক্ষণ আগে তিনি মদ্যপান করে ঘরে আসে। এরপর ঘরে এসে দেখেন আলু গেছে চুরি! ওই ব্যক্তি বলেন, এভাবে ঘর থেকে আলু চুরি হয়ে যাওয়ায় তিনি পুলিশি তদন্তও দাবি করেন।
আরও পড়ুন, মোমো বিক্রি করে মাসে কয়েক লাখ আয়? মোট লাভ শুনলে চমকে উঠল নেটিজেনরা
এদিকে পুলিশ গোটা কাণ্ডে হতবাক। শেষে কি না দীপাবলির রাতে আলু চোরের সন্ধান করতে হবে তাদের? ওই ব্যক্তির সঙ্গে বার্তালাপের একটি ভিডিও করেন তারা। সোশাল মিডিয়ায় এমন আজব ঘটনার কথা পোস্ট করার পরই ভাইরাল হয় ভিডিওটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে