Viral Video: 'দিনে কতবার, কীভাবে, কখন সঙ্গমে লিপ্ত হন?' মহিলা যাত্রীকে প্রশ্ন ক্যাব চালকের !
Viral News: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে, ক্যাব চালক মহিলা যাত্রীকে প্রথমে জিজ্ঞেস করেছে তাঁর বয়ফ্রেন্ড রয়েছে কিনা। এখানেই শেষ নয়। এরপর শুরু হয় একের পর এক আপত্তিকর প্রশ্ন।

Viral Video: ক্যাবে বা ট্যাক্সিতে উঠে অনেক মহিলা যাত্রীকেই চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়। সেই নিদর্শন এর আগেও পাওয়া গিয়েছে। তবে এবার ইনস্টাগ্রামে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে, বলা ভাল শুনে হতবাক নেট দুনিয়া। কোনও মহিলা যাত্রীর সঙ্গে কোনও ক্যাব বা ট্যাক্সি চালক এত অশালীন কথাবার্তা বলতে পারে তা কেউ কল্পনাও করতে পারবেন না। ঘটনাস্থল দুবাই। অন্তত যে মহিলা ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন, তিনি তাই জানিয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে, ট্যাক্সি চালক অবলীলায় মহিলা যাত্রীকে তাঁর 'যৌন জীবন' সম্পর্কে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। মহিলা এও জানিয়েছেন, তিনি যে ক্যাব ভাড়া করেছিলেন তা দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি পরিচালিত নয়। এমনকি এই ক্যাব পরিচালনা করে না এমিরেটের ট্যাক্সি সার্ভিস Careem- ও।
ঠিক কী শোনা গিয়েছে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গিয়েছে, ক্যাব চালক মহিলা যাত্রীকে প্রথমে জিজ্ঞেস করেছে তাঁর বয়ফ্রেন্ড রয়েছে কিনা। এখানেই শেষ নয়। এরপর শুরু হয় একের পর এক আপত্তিকর প্রশ্ন। মহিলার ব্যক্তিগত জীবনে ওই ট্যাক্সি চালক ঢুকে পড়েছে সমস্ত সীমা লঙ্ঘন করে। একের পর এক এক্তিয়ার বহির্ভূত প্রশ্ন করেছে ওই ক্যাব চালক। মহিলা যাত্রীকে ওই ব্যক্তি জিজ্ঞেস করেছে তাঁর যৌনজীবন কেমন? বয়ফ্রেন্ডের সঙ্গে দিনে কতবার সঙ্গমে লিপ্ত হন? প্রতিরাতে কি তিনি সঙ্গম করেন? কেমন ভাবে যৌন সংসর্গে লিপ্ত হন?
দেখে নিন ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিও
View this post on Instagram
এই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি।
এইসব প্রশ্নে যে কোনও মহিলা যে চরম অপ্রস্তুত হবেন সেটা স্পষ্ট। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। ক্যাব চালকের একের পর এক অশ্লীল প্রশ্নে চূড়ান্ত অস্বস্তিতে পড়েছিলেন মহিলা যাত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে। কেউ ওই মহিলাকে বলেছেন কেন এই ধরনের 'বেআইনি' ট্যাক্সি ভাড়া করেছেন? এইসব ঘটনার কারণে দুবাইতে এই ধরনের ট্যাক্সি বা ক্যাব ব্যান করা হয়েছে। আবার কেউ বলেছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার না করে বরং পুলিশে অভিযোগ করা উচিৎ। এর পাশাপাশি ওই ট্যাক্সি চালকের তুলোধনা করতেও পিছপা হননি নেটিজেনরা। অবিলম্বে ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।






















