Viral Video: মাটির ঢাল বেয়ে সটান গড়িয়ে পড়ল হস্তি শাবক, ভাইরাল ভিডিও দেখে হাসির রোল নেটপাড়ায়
Viral: আইএএস অফিসার সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুটো হাতিকে।

Viral Video: বন্যপ্রাণীরা মাঝে মাঝে ভারী মজার সব কাণ্ড ঘটিয়ে থাকে। আর আজকের সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে, সেইসব মুহূর্তের ভিডিও নিমেষে ভাইরাল (Viral Video) হয়ে যায়। ভারতীয় বনবিভাগের আধিকারিকরা বন্যপ্রাণীদের বিভিন্ন মজার কীর্তিকলাপের ভিডিও মাঝে মাঝেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার বিভন্ন মাধ্যমে। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। এখানে একটি হাতির কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু এই ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দুটো হাতিকে। একটা পিছনে রয়েছে আর একটি। মাটির ঢালু একটা অংশ দিয়ে নীচে নামছিল ওই দুই হাতি। প্রথম হাতিটি একটু কায়দা করে পা-মুড়ে অঙ্গভঙ্গি করার চেষ্টা চালিয়েছিল। তবে নামার সময় স্বাভাবিক ভাবেই নেমেছে সে।
দেখে নিন হাতিদের কীর্তিকলাপের ভাইরাল ভিডিও
Who says elephants don't have a sense of humour 😁 video- shared #elephants pic.twitter.com/Lb2Xvp0d9O
— Supriya Sahu IAS (@supriyasahuias) January 3, 2023
এই হাতিটির পিছনে ছিল আর একটি তুলনায় বয়সে ছোট হাতি। আসল কাণ্ড ঘটিয়েছে সে। মাটির ওই ঢাল বেয়ে নামার সময় একদম গড়িয়ে পড়ে গিয়েছে সে। বেশ সাবধানেও নামার চেষ্টা করেছিল দ্বিতীয় হাতিটিও। তবে লাভ হয়নি। পিছল মাটিতে হড়কে একদম উল্টে পড়ে গিয়েছে সে। তার পড়ে যাওয়ার ভঙ্গি দেখেই হেসে গড়াচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যেই ট্যুইটারে এই ভিডিওর ভিউ হয়েছে ২৭ হাজারের বেশি। শুধু তাই নয়, দারুণ মজার সব কমেন্ট করেছেন নেটিজেনরা। ক্রমশ বাড়ছে লাইক এবং রিট্যুটের সংখ্যাও। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়েছে হাতিদের কাণ্ডকারখানার এই ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় (পশুপাখিদের বিভিন্ন মজার ভিডিও ভাইরাল হয় হামেশাই। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে । সেখানে দেখা গিয়েছিল, দৌড়তে গিয়ে একটি হাতি (আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছে সে। ভাইরাল ভিডিওর শুরুতে দেখা গিয়েছে, হাতিটি এক ব্যক্তির হাত থেকে জল জাতীয় কিছু একটা খেয়েছে। তারপরেই শুরু করেছে দৌড়ানো। চারদিক ঘেরা একটি জায়গায় দৌড়তে দেখা গিয়েছে বাচ্চা হাতিটিকে। তাকে দেখার জন্য আশপাশে ভিড় করেছেন অনেক লোক। বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে। ফলে দৌড় থেকে যায় মুহূর্তের জন্য। পরমুহূর্তেই অবশ্য নিজের কাণ্ড বুঝতে পেরে পায়ের তলা থেকে শুঁড় বের করে এনেছিল সে। তারপর আবার শুরু হয় দৌড়।
আরও পড়ুন- ছোট্ট বোনকে আগলে রাখছে কিশোর, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা






















