Viral Video: ছেলের বিয়েতে 'ট্যুইস্ট' নাচ বাবার! শ্বশুরের এমন ডান্স দেখে হেসে গড়াল আমন্ত্রিতরা
Viral News: ভিডিওটি কোরিওগ্রাফাররা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল টুগেদার অ্যান্ড ফরএভার ওয়েডিং কোরিওগ্রাফিতে শেয়ার করেছেন।
কলকাতা: ছেলে-মেয়ের বিয়েতে পরিবারের লোকেদের লক্ষ্যই থাকে আনন্দ করার। তাই বলে ছেলের বিয়েতে এমনই নাচ নাচলেন বাবা, যা এখন রীতিমতো ভাইরাল হল। Badtameez Dil গানের সঙ্গে ছেলের বাবার এক্সপ্রেশন দেখে তাজ্জব বনেছেন উপস্থিত আমন্ত্রিতরা।
ভিডিওটি কোরিওগ্রাফাররা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল টুগেদার অ্যান্ড ফরএভার ওয়েডিং কোরিওগ্রাফিতে শেয়ার করেছেন। ১০ লক্ষেরও বেশি ভিউজ হয়েছে এই ভিডিওটির। নাচ করতে গিয়ে কোমর দুলিয়ে টুইস্টও নাচেন তিনি। তাঁর এই নাচ যে কারও মুখে হাসি আনতে বাধ্য।
View this post on Instagram
আরও পড়ুন, মনে নেই উত্তর! ফিজিক্স পরীক্ষায় খাতায় আলি জাফরের জনপ্রিয় গানের লাইন লিখল ছাত্র
একনজরে দেখে নিন নেটিজেনরা কী বলেছে-
সোশাল মিডিয়ায় এই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। একজন ইউজার লিখেছেন, “আমি চাই সবার বাবা এভাবে উপভোগ করুক।" আরেক ইউজারের কথায়, "চাচার দিল একদম জিন্দা।"