Viral Video: মন দিয়ে ছুরি ধার দিচ্ছে বাঁদর! নিখুঁত কাজ দেখে অবাক হবেন আপনিও
Video Viral: বাঁদর প্রজাতির বুদ্ধিমত্তা প্রায় মানুষেরই কাছাকাছি। কাজকর্মও তেমনভাবেই করে থাকে সে। কিন্তু যেভাবে ছুরিতে ধার দিয়ে চলেছে সে, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতোই।

কলকাতা: মানুষ থেকে প্রাণী, নানারকম কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়েই থাকে সোশাল মিডিয়ায়। জীবজন্তুর নানারকম কার্যকলাপ দেখেও চোখ কপালে ওঠার অবস্থা হয়। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে যে একটি বাঁদর অত্যন্ত মনোযোগ সহকারে ছুরির ধার দিয়ে যাচ্ছে।
বাঁদর প্রজাতির বুদ্ধিমত্তা প্রায় মানুষেরই কাছাকাছি। কাজকর্মও তেমনভাবেই করে থাকে সে। কিন্তু যেভাবে ছুরিতে ধার দিয়ে চলেছে সে, তা রীতিমতো অবাক করে দেওয়ার মতোই। এই কাজে পটু একজন মানুষ যেভাবে কাজটি করবে সেইভাবেই এই কাজ করে চলেছে সে। শুধু তাই নয় একজন মানুষের মতোই মনোযোগ দিয়ে এই কাজটি করে চলেছে।
এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন আইপিএস রুপিন শর্মা। তিনি বাঁদরের কেরামতি ব্যক্ত করতে গিয়ে এনেছেন রামায়ণ প্রসঙ্গও। অফিসার ট্যুইটারে লেখেন, 'বানরসেনারা রাবণের লঙ্কা জ্বালানোর আগে এভাবেই নিজেদের প্রস্তুত করেছিল'।
#Ravana ki #Lanka ki chadhai se pahle aise ki thi tayyari #VanarSena ne
— Rupin Sharma IPS (@rupin1992) February 22, 2023
😂😂😜👌😁@arunbothra @ParveenKaswan @ipsvijrk pic.twitter.com/i6xH6S4yap
এই ভিডিও দেখার পর অনেকেই অবাক করা রিয়াকশন দিয়েছেন।
#Ravana ki #Lanka ki chadhai se pahle aise ki thi tayyari #VanarSena ne
— Rupin Sharma IPS (@rupin1992) February 22, 2023
😂😂😜👌😁@arunbothra @ParveenKaswan @ipsvijrk pic.twitter.com/i6xH6S4yap
আরও পড়ুন, পশ্চিম আকাশে 'মহাজাগতিক' মিলন, এক সারিতে চাঁদ-বৃহস্পতি-শুক্র
এর আগে বাঁদরের মোবাইল ঘাঁটার ভিডিও ভাইরাল হয়েছিল। কী দেখা যাচ্ছে ওই ভিডিওয়? একটি মোবাইল ফোন তো রয়েছেই। সেটি সম্ভবত কেউ নিজের হাতে ধরে কয়েকটি বাঁদরের সামনে রেখেছেন। দেখা যাচ্ছে, বাঁদরগুলি মন্ত্রমুগ্ধের মতো মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। একজন আবার ফোনটি দুহাতে ধরেও রেখেছে। ঠিক যেমন ভাবে 'চেনা' মোবাইল ব্যবহারকারীদের অনেকেই ফোন ধরে থাকেন। আর এক জন আবার মোবাইলের স্ক্রিন স্ক্রোলের চেষ্টা করছে। এদের মধ্যে আবার এক ছানা ঢুকে পড়ে বড়দের মনোযোগ পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে। সে জন্য মোবাইল স্ক্রিন থেকে বড়দের দৃষ্টি সরানোর আপ্রাণ চেষ্টা করছে সে। গোটা ভিডিওয় ফোন নিয়ে এই 'বাঁদরামি' নজর কেড়েছে নেটিজেনদের। হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, বিস্ময়ের বোধ কমছে না অনেকের।






















