
Kolkata Sky: পশ্চিম আকাশে 'মহাজাগতিক' মিলন, এক সারিতে চাঁদ-বৃহস্পতি-শুক্র
Rare Planetary Scene: কাকতালীয় নয় একেবারেই। তবে খুব একটা এমন দৃশ্য দেখাও যায় না। বিকেলের পর পশ্চিম আকাশে তাকাতেই দেখা যায় একই লাইনে রয়েছে চাঁদ, বৃহস্পতি, শুক্র।

কলকাতা: মহাকাশে প্রতিনিয়ত নানা ঘটনার দেখা মেলে। কখনও উল্কায় উল্কায় সংঘর্ষ, কখনও আবার সৌরঝড়, রঙিন ধূমকেতুও আকাশ রাঙিয়ে তোলে কোনওসময়। এবার তেমনই এক ঘটনা ঘটল। কাকতালীয় নয় একেবারেই। তবে খুব একটা এমন দৃশ্য দেখাও যায় না। বিকেলের পরপশ্চিম আকাশে তাকাতেই দেখা যায় একই লাইনে রয়েছে চাঁদ, বৃহস্পতি, শুক্র। যে দৃশ্য চট করে দেখা যায় না।
একসঙ্গে তিন জ্যোতিষ্ককে দেখতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা। বহুদিন পরে রাতের আকাশে কাছাকাছি আসতে দেখা গিয়েছে পৃথিবীর দুই প্রতিবেশী বৃহস্পতি ও শুক্রকে। এর আগেই জানান হয়েছিল, দুই গ্রহ এবং এক উপগ্রহ এরা পয়লা মার্চ সবচেয়ে কাছাকাছি আসবে। আজ পশ্চিম আকাশে তাকালেই যে দুটি বিন্দু সবচেয়ে উজ্জ্বল তা হল শুক্র-বৃহস্পতি। সন্ধ্যাতারাকে (শুক্রগ্রহ) প্রতিদিনই আকাশে দেখা যায়। তবে বৃহস্পতির সঙ্গে এক সারিতে দেখার সুযোগ হয় না সবসময়।
ফেব্রুয়ারির শুরুতে দুই গ্রহের মধ্যে ফারাক ছিল ২৯ ডিগ্রির। মাসের শেষে তা হতে চলেছে মাত্র ২.৩ ডিগ্রি। মঙ্গলবার থেকেই শুক্র এবং বৃহস্পতির কাছাকাছি দেখা যাচ্ছিল চাঁদকে। সারা পৃথিবী থেকেই দেখা যাবে এই দৃশ্য। এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷
আরও পড়ুন, পাথরে 'ঢেউয়ের দাগ'! মঙ্গলে কি মিলল জলের খোঁজ?
পৃথিবীর রাতের আকাশে এই গ্রহগুলির অবস্থান সাধারণত অনেকটা দূরে থাকে ৷ কিন্তু ধীরে ধীরে এগুলি কাছাকাছি আসতে চলেছে৷ এগুলি ত্রিভুজের আকারে নিয়ে একটি সাধারণ ত্রিভুজ তৈরি করবে৷ যা এক আশ্চর্য মহাজাগতিক দৃশ্যের মতোই দেখা দেবে৷
গত বছর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে বৃহস্পতি। কক্ষপথে অবস্থান অনুযায়ী এমনিতে পৃথিবী থেকে বৃহস্পতির সর্বাধিক দূরত্ব ৬০ কোটি মাইল। ২০২২ এর ২৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল ৩৬.৫ কোটি মাইল। গত ৭০ বছরে পৃথিবীর এত কাছাকাছি কখনও আসেনি বৃহস্পতি। প্রতি ১৩ মাস অন্তর পৃথিবীর ঠিক বিপরীত অবস্থানে চলে আসে বৃহস্পতি। অর্থাৎ পশ্চিম দিকে সূর্যাস্ত ঘটে, পূর্বে থাকে বৃহস্পতি। ফলে অগাস্টের শেষ থেকে সেপ্টেম্বরে বৃহস্পতিকে বড় দেখায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
