Viral Video: স্মার্টফোন দেখে আত্মহারা বাঁদর ছানা! কী করল সে, দেখুন ভাইরাল ভিডিও
Viral: ভাইরাল ভিডিওতেই দেখা গিয়েছে যতবার বাচ্চা বাঁদরটি ফোন কেড়ে নিতে গিয়েছে ততবারই তাকে সরিয়ে এনেছে মা বাঁদরটি।

Viral Video: সময় যত এগোচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি হচ্ছে প্রযুক্তির। আর আধুনিক জিনিসের প্রতি যে শুধু মানুষের আগ্রহ আছে তা কিন্তু নয়। সম্প্রতি ট্যুইটারে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে স্মার্টফোনের (Smartphone) প্রতি একটি বাঁদর (Monkey) বাচ্চা কীভাবে আকৃষ্ট হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কোনও এক ব্যক্তি একটি বাঁদর ও তার শাবকের ছবি তোলার জন্য ফোন বের করেছিল। আর তারপরেই ঘটেছে এক মজার কাণ্ড। হাতের স্মার্টফোন দেখে বেশ আনন্দ পেয়েছিল বাঁদর ছানাটি। তার আকার-আয়তন দেখে বোঝাই গিয়েছে যে বয়স খুবই কম। ওই ব্যক্তির হাত থেকে স্মার্টফোন কেড়ে নিতে উদ্যত হয় বাঁদর ছানাটি। তার মা অবশ্য তাঁকে সুশিক্ষা দেওয়ার প্রচুর চেষ্টা করেছে। কিন্তু তাতে মোতেই লাভ হয়নি। দেখুন কী করেছে ওই বাঁদর ছানা।
Young generation is mad with smart phones ☺️ pic.twitter.com/hFg8SH9VyZ
— Susanta Nanda IFS (@susantananda3) August 10, 2022
ভাইরাল ভিডিওতেই দেখা গিয়েছে যতবার বাচ্চা বাঁদরটি ফোন কেড়ে নিতে গিয়েছে ততবারই তাকে সরিয়ে এনেছে মা বাঁদরটি। হাত-পা টেনে আটকে বুঝিয়ে দিয়েছে এমন আচরণ করা মোটেই ঠিক নয়। কিন্তু কথাতেই রয়েছে ‘বাঁদরের বাঁদরামি’। চোখের সামনে স্মার্টফোন দেখে আর তাই নিজেকে ঠিক রাখতে পারেনি বাচ্চা বাঁদরটি। একবার ওই স্মার্টফোন হাতে নিয়ে দেখার লোভ সামলাতে পারেনি সে।
এমনিতেও বাচ্চাদের কাছে এখন স্মার্টফোনের আকর্ষণ খুব বেশি। হামেশাই দেখা যায় মা-বাবার ফোন নিয়ে হয় ভিডিও দেখায় নয়তো গেম খেলতে মগ্ন খুদেরা। মনুষ্য সন্তানের মতোই এই দলে নাম লিখিয়েছে ওই বাঁদর ছানাটি। স্মার্টফোনের মতো ঝকঝকে জিনিস একবার হাতে নিয়ে দেখার সাধ আর দমিয়ে রাখতে পারেনি সে।
এই ভিডিও দেখা বেজায় মজা পেয়েছে নেটিজেনরা। ভারতীয় বনবিভাগের আধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। এই আইএফএস অফিসার মাঝে মাঝে দারুণ সব মজার ভিডিও শেয়ার করেন ট্যুইটারে। এবারেও তেমন হয়েছে। আর তাঁর শেয়ার করা ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।
আরও পড়ুন- বিমানের মধ্যেই ধূমপান? পুরনো ভিডিও ঘিরে বিতর্কে বডিবিল্ডার, তদন্তের নির্দেশ সিন্ধিয়ার






















