Viral News: গরুর বাঁট থেকে সরাসরি শিশুকে কাঁচা দুধ খাওয়াচ্ছেন ব্যক্তি ! গুরুতর স্বাস্থ্যের ঝুঁকির ইঙ্গিত নেটিজেনদের, ভিডিয়ো ঘিরে হইচই
Man Feeding Raw Milk To Baby: এই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন কেরালার হেপাটোলজিস্ট ডা. সিরিয়াক অ্যাবি ফিলিপস। তিনি জানিয়েছেন যে এর ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটলে প্রথমে শিশুর পেটে ব্যথা হবে।

গরুর বাঁট থেকে সরাসরি কাঁচা দুধ শিশুকে খাওয়াচ্ছেন এক ব্যক্তি। এমনই একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আর এই ভিডিয়ো ঘিরেই ব্যাপক চর্চা চলছে এখন। এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করে একজন ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, ‘এই ভাবে শিশুকে দুধ খাওয়ানো কি ভাল ?’ সাধারণত গরুর কাঁচা দুধ প্যাস্টুরাইজড করা থাকে না। এতে শিশুর স্বাস্থ্যের উপরে অনেক ঝুঁকি বাড়তে পারে বলেই দাবি করছেন অনেকে। এমনকী এই ভিডিয়ো ক্লিপ দেখে সেই ব্যক্তিকে দায়িত্বজ্ঞানহীন অভিভাবক বলে কটাক্ষও করেছেন বহু নেটিজেন। অনেকেই বলেছেন এভাবে শিশুকে দুধ খাওয়ানো সম্পূর্ণ অনিরাপদ।
ভিডিয়োটি ঠিক কবেকার, তা জানা যায়নি। তবে এই ভিডিয়োটিতে দেখা গিয়েছে এক ব্যক্তি তাঁর শিশুকে গরুর কাঁচা দুধ খাওয়াচ্ছেন এবং সেই সময় শিশুটির কীর্তি দেখে হাসছেন। এই ভিডিয়ো ক্লিপে ৯ লক্ষেরও বেশি ভিউজ এসেছে। বহু মানুষ এই ভিডিয়োর কমেন্টে নিজেদের বিস্ময় ও কটাক্ষ রেখে গিয়েছেন। শিশুটির স্বাস্থ্যকে ঘিরে উদ্বেগ প্রকাশও করেছেন অনেকে। প্যাস্টুরাইজড না করা দুধের সঙ্গে জড়িত গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকিকে ঘিরে বহু মানুষ সেই ব্যক্তিকে দায়িত্বজ্ঞানহীন বলেছেন।
ভিডিয়োটির প্রতিক্রিয়ায় এক ব্যক্তি লিখেছেন, ‘এই কাজ ভাল নয়। কারণ সরাসরি গরুরু বাঁট থেকে নেওয়া দুধে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা শিশুদের জন্য খুবই বিপজ্জনক। প্যাস্টুরাইজেশন করে বা দুধ ফুটিয়ে এই ব্যাকটেরিয়াগুলি দূর করা হয়।’ অন্য আরেক নেটিজেন জানান, ‘ঐ বেচারা শিশুটি সম্ভাব্য এত রোগজীবাণুর সংস্পর্শে আসছে ! এটা দেখা খুবই কঠিন।’ তৃতীয় আরেক নেটিজেন স্পষ্ট করে লেখেন, ‘কাঁচা দুধ শিশুদের জন্য মোটেও নিরাপদ নয়। শিশুর নিজের মায়ের বুকের দুধ কাঁচা হলেও তা নিরাপদ। কিন্তু ১ বছর বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে গরু, মোষ বা ছাগলের কাঁচা দুধ অনিরাপদ।’
Is this good for a baby? Please answer pic.twitter.com/8wXKBvofaO
— Aulia dr (@DonaldTunp75739) July 21, 2025
অন্য আরেক ব্যক্তি তাঁর কমেন্টে ব্যাখ্যা করে লেখেন যে এই কাঁচা দুধের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যেমন সালমোনেল্লা, ই কোলাই, ক্যাম্পাইলোব্যাক্টার, স্টেফাইলোকক্কাস, ইয়ারসিনিয়া, কক্সিয়েল্লা, ব্রুসেল্লা ইত্যাদি। ফলে এগুলি শিশুকে খাওয়ানো মোটেও নিরাপদ নয়।
এই ভিডিয়োতে প্রতিক্রিয়া জানিয়েছেন কেরালার হেপাটোলজিস্ট ডা. সিরিয়াক অ্যাবি ফিলিপস। তিনি জানিয়েছেন যে এর ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটলে প্রথমে শিশুর পেটে ব্যথা হবে এবং মলের সঙ্গে রক্ত নির্গত হবে। এমনও বিষাক্ত উপাদান নিঃসৃত করতে পারে এই ব্যাকটেরিয়াগুলি যা শিশুর কিডনিকে চিরতরে নষ্ট করে দিতে পারে।






















