Viral Video: গোলাপি রঙের বিরিয়ানি ! চমকে দিল সমাজমাধ্যম
Pink Biryani: বার্বি থিমড পার্টিতে বার্বির রঙে অর্থাৎ গোলাপি রঙের বিরিয়ানি রান্না করে ভাইরাল মুম্বইয়ের এক বেকারি স্কুলের প্রধান। বিরিয়ানি কীভাবে গোলাপি হতে পারে ? তাজ্জব নেটিজেনরা।
Pink Biryani: বিরিয়ানি খেতে কার না ভাল লাগে ! ভারতে বিরিয়ানিপ্রেমীর সংখ্যা হাতে গুণে বলা মুশকিল। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপগুলির পরিসংখ্যান দেখলেই টের পাওয়া যায় বিরিয়ানির প্রতি ভারতীয়দের ঠিক কতটা আগ্রহ। নানা কিসিমের বিরিয়ানির হদিশ পাওয়া যায়, কিন্তু হলদে-বাদামি যে ভাজা ভাজা রঙ, তার বাইরে পুরো গোলাপি বিরিয়ানির (Pink Biryani) কথা কেউ কখনও ভেবেছে ? মুম্বইয়ের এক কেক-বিক্রেতা এমনই গোলাপি বিরিয়ানি বানিয়েছেন, কিন্তু সেই ভিডিয়ো দেখে ভাল লাগেনি নেটিজেনদের। বিরিয়ানি নিয়ে কোনও এদিক সেদিক কি চলতে পারে !
নাম দিয়েছেন বার্বি বিরিয়ানি। মুম্বইয়ের জনৈক কেক-বিক্রেতা তাঁর বেকারি শপের মধ্যেই একটি বার্বি থিমড পার্টি আয়োজন করেন। আর সেখানে সমস্ত খাবারই হয় বার্বির থিমে। বিরিয়ানিও ছিল সেই তালিকায়। আর সেই বিরিয়ানির ভিডিয়োতে দেখা যায়, সেই কেক-বিক্রেতা নিজের হাতে বিরিয়ানি (Pink Biryani) দেখাচ্ছেন এবং বড় পাত্রের মধ্যে সেই গোলাপি বিরিয়ানি দেখে খুব একটা ভাল লাগেনি নেটিজেনদের। এমনকী সেই বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য রায়তাও তিনি বানিয়েছেন বার্বি থিমে অর্থাৎ গোলাপি রঙের রায়তা। সবেতেই গোলাপি রঙের ছোঁয়া। ভিডিয়োতে এও লক্ষ করা যায় যে, পুরো বেকারি শপটাই গোলাপি বেলুন দিয়ে, গোলাপি রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। জনৈক বিক্রেতাও সেজেছেন গোলাপি পোশাকে।
এইচকেআর বেকিং অ্যাকাডেমি নামের সেই বেকিং স্কুলেই আয়োজিত হয়েছিল বার্বি থিমড পার্টি। ভিডিয়োতে সেই ভদ্রমহিলা দর্শকদের জিজ্ঞেস করেন যে বার্বি বিরিয়ানি (Pink Biryani) দেখতে ভাল লাগছে কিনা। এই ভিডিয়ো পোস্ট করা একদিনের মধ্যেই ৯.২ লক্ষ ভিউজ আসে। ১.৫ লাখ লাইকও পড়ে যায় ভিডিয়োতে। কিন্তু কমেন্টে কেউই বিশেষ প্রশংসা করেননি এই বার্বি বিরিয়ানির। জনৈক ব্যবহারকারী লেখেন যে এখনই এটা মুছে ফেলুন যাতে আমাকে ফোনটা ছুঁড়ে ফেলতে না হয়। আবার কেউ কেউ লেখেন, বিরিয়ানিকে অসম্মান করা হল এতে।
সমাজমাধ্যমে সততই এমন অজস্র চমকপ্রদ ঘটনা ঘটে। কিছুদিন আগেই ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকাকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ায় ব্লিঙ্ক ইটের কাছে মেসেজ করেন এক যুবক। ডেলিভারি সংস্থাকে অনুরোধ করেন যাতে তাঁরা উপহার পৌছে দেন প্রেমিকার বাড়িতে। সেই যুবকের চ্যাটের স্ক্রিনশটও মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছিল নেট দুনিয়ায়। এক্স হ্যান্ডলে সেই চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছিলেন ব্লিঙ্ক ইটের সিইও এবং সেখানেও অজস্র কমেন্টের বন্যায় ভরে উঠেছিল পোস্টের কমেন্ট বক্স।
আরও পড়ুন: Viral News: V Day-তে প্রেমিকাকে বেরোতে দিচ্ছে না বাবা-মা, উপহার দিতে অভিনব ফন্দি যুবকের