Viral Video: নগ্ন হয়ে মহিলা কামরায় উঠে পড়লেন যুবক, আতঙ্কে হইচই লোকাল ট্রেনে; তারপর ?
Naked man enters Ladies compartment: মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে কল্যাণ যাচ্ছিল সেই ট্রেন।
মুম্বই: লোকাল ট্রেনের মহিলা কামরায় হঠাৎ করেই উঠে পড়ে এক যুবক। গায়ে একটিও সুতো নেই, সম্পূর্ণ নগ্ন। তাও আবার এসি লোকাল ট্রেনের কামরায় (Viral Video) উঠেছে সে। আর এই বিবস্ত্র যুবককে দেখেই হুলুস্থূল চলে মহিলা কামরায় (Mumbai Local Train)। আতঙ্কে হুড়োহুড়ি করতে শুরু করেন যাত্রীরা।
মঙ্গলবার বিকেলে এমনই ঘটনা ঘটেছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনে। আর এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে কল্যাণ স্টেশনের দিকে যাত্রা করছিল সেই ট্রেনটি। সেই ট্রেন বিকেল ৪টে ১১ নাগাদ এসে দাঁড়ায় ঘাটকোপার নামের একটি স্টেশনে, আর সেখানেই একেবারে অপ্রত্যাশিতভাবে এক নগ্ন যুবক উঠে পড়ে মহিলা কামরায়। আর এই ঘটনাতেই আতঙ্ক ছড়ায় মহিলা যাত্রীদের মধ্যে।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, কামরার মধ্যে চিৎকার করছেন মহিলারা আর সেই যুবক দুই হাত তুলে রয়েছেন উপরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে এই লোকটিকে দেখে অনেকেই অস্বস্তিতে পড়ছিলেন মহিলাদের মধ্যে, কিন্তু কিছুতেই সেই যুবক কামরা থেকে নামতে চাইছিলেন না। আর ভিডিয়োতে দেখা যায় যে কামরার জানলায় বারবার ধাক্কা মেরে তারা আধিকারিকদের জানাতে চাইছিলেন এই ঘটনার ব্যাপারে। ট্রেনের মোটরম্যান এতে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা হয়েছে সেই মহিলা কামরায়। আর তিনি সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন।
সঙ্গে সঙ্গে একজন রেলকর্মী এবং একজন টিকিট পরীক্ষক ছুটে আসেন সেই কামরায়, পরে তাদের সহায়তায় সেই স্টেশনে যুবককে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়। আর এই ঘটনায় মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। নারী অধিকার সংক্রান্ত বিভিন্ন গ্রুপে এবং নিত্যযাত্রীদের বিভিন্ন গ্রুপে নিরাপত্তা রক্ষায় রেলের ব্যর্থতা নিয়ে চর্চা শুরু হয়। সম্পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে নেটিজেনদের মধ্যে।
এই ঘটনায় রেল মন্ত্রকের পক্ষ থেকে সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি রেলওয়ে পুলিশ এবং সরকারি রেল আধিকারিক নিয়োগের নিদান দেওয়া হয়েছে। বিশেষত ঘাটকোপারের মত বড় স্টেশনে যেখান থেকে প্রচুর মানুষ ট্রেনে ওঠেন। মহিলা যাত্রীদের ক্রমবর্ধমান উদ্বেগ দূর করতে নিরাপত্তা কর্মীদের নিয়োগ আরও বাড়ানোর দাবি জানানো হয়েছে বিভিন্ন মহলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।