Viral Video: চারিদিক ঝড়ে তোলপাড়, প্ল্যান করেই টর্নেডোর সামনে দাঁড়িয়ে এনগেজমেন্ট দম্পতির! আজব কীর্তি!
Video Goes Viral: ভিডিওতে দেখা যাচ্ছে ওকলাহোমার আর্নেটে যখন বিরাট টর্নেডো ঘুরপাক খাচ্ছে, চারিদিকে ঝড়। সেই আবহে প্রেমিকা বেকি প্যাটেলের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন প্রেমিক ম্যাট মিশেল।

নয়া দিল্লি: অনেকেই অনেকরকম ভাবে বিয়ে করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে বিশেষ করে রাখতে এক একজন এক এক রকম পরিকল্পনা করে থাকে। তাই বলে একেবারে ঝড়ের সামনে দাঁড়িয়ে বিয়ে! তা-ও যে সে ঝড় নয়! টর্নেডোর সামনে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব ও এনগেজমেন্ট সারলেন এক দম্পতি।
গোটা ঘটনাটি ভিডিওবন্দী হয়েছে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও এবিপি আনন্দ সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
ভিডিওতে দেখা যাচ্ছে ওকলাহোমার আর্নেটে যখন বিরাট টর্নেডো ঘুরপাক খাচ্ছে, চারিদিকে ঝড়। সেই আবহে প্রেমিকা বেকি প্যাটেলের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন প্রেমিক ম্যাট মিশেল। এমন ঝোড়ো প্রেম নিবেদনের সামনে অবশ্য মন নোওয়াতেই হয়েছে বেকিকে। এক বন্ধুর ভিডিওতে তোলা এই মুহূর্তটি বেকি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি পোস্টে শেয়ার করেছেন।
ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে, যেখানে তারা দাঁড়িয়ে রয়েছে সেখানের চারিদিকে যেন ঝড়ের তাণ্ডব চলছে। হাওয়ার শনশনানি, তোলপাড় চারিপাশ। বিরাট আওয়াজ আশেপাশে। আর ঠিক তাঁদের পিছনে টর্নেডো।
কানাডার বাসিন্দা প্যাটেল ইনস্টাগ্রামে সেই মুহূর্তটি বর্ণনা করেছেন। "১৮ মে ওকলাহোমার আর্নেটে, টর্নেডোর সামনে, ম্যাট মিশেল এক হাঁটু গেড়ে বসেছিলেন এবং আমাকে তার সঙ্গে আমার বাকি জীবন কাটাতে বলেছিলেন। আমার মনে হয় আমার চিৎকার এবং লাফানো আপনাকে বলে দেবে আমার উত্তর কী ছিল!"
ভিডিওটিতে দেখা যাচ্ছে মিশেল বলছে, "আমি তোমাকে ভালোবাসি, সোনা," আর প্যাটেল তাকে জড়িয়ে ধরে আনন্দে লাফিয়ে উঠছে। পরে হিরের আংটি বাগদানের ছবি পোস্ট করেছে এবং প্রস্তাবটিকে "মহাকাব্যিক" বলে ব্যাখ্যা করেছেন বেটি। সে আরও বলেছে, "ম্যাট, তুমি আমাকে বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মেয়ের মতো অনুভব করাচ্ছ, এবং আমি তোমাকে আমার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি।"
View this post on Instagram
ইলিনয়ের বাসিন্দা মিশেল টেম্পেস্ট ট্যুরসে টর্নেডো গাইড হিসেবে কাজ করেন ছয় বছর ধরে। নিজের স্পেশাল দিনটিকে স্পেশাল করে তুলতে তাই এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমকে।






















