Viral Video: রাতের আকাশে আচমকাই আলোর খেলা, পৃথিবীতে ফের ভিনগ্রহী? ভাইরাল ভিডিও নিয়ে তুঙ্গে তরজা
UFO News: অনেকে ভাবতে শুরু করেছেন এটি একটি UFO, অনেকে ভেবেছেন এটি হয়তো ড্রোন।

নয়া দিল্লি: সোশাল মিডিয়ায় একট ভিডিও ঘিরে তুমুল হইচই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাতের আকাশে একটি রহস্যময় আলো দেখা যাচ্ছে। একবার নয়, একাধিকবার। কানাডার ভ্যানকুভারের আকাশে হঠাৎই রহস্যময় আলোর খেলা দেখা যায়। সেই ভিডিও অনেকেই শেয়ার করেছে সোশাল মিডিয়ায়।
অনেকে ভাবতে শুরু করেছেন এটি একটি UFO, অনেকে ভেবেছেন এটি হয়তো ড্রোন। ভিডিওটি @dom_lucer নামের একজন X ব্যবহারকারী শেয়ার করেছেন, যার ক্যাপশনে লেখা আছে, "এই অদ্ভুত আলোটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রত্যক্ষদর্শীরা রেকর্ড করেছেন। প্রত্যক্ষদর্শীরা আকাশে আলো ছড়ানো রঙিন আলো দেখতে পান। তবে শুধু আলো নয়, আরও অবাক করা কিছু ঘটনাও নাকি দেখা গিয়েছে"।
ফুটেজে দেখা যাচ্ছে, আকাশে একটি চকচকে বস্তু ভাসছে, যা ক্রমাগত বিভিন্ন রঙের আলো ছড়িয়ে দিচ্ছে। যারাই এই দৃশ্যটি দেখেছেন তারা অবাক হয়েছেন। ভিডিওতে কিছু মানুষের কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। কেউ বললেন, 'এটা কী?' তারপর কেউ বললেন, 'এটা কি ইউএফও?' সবাই কেবল এই অজানা বস্তুটির দিকে তাকিয়ে ছিল।
প্রায় ৫০ লক্ষ ভিউ হয়েছে, ভিডিওটি ভাইরাল হয়েছে। একাধিক কমেন্টও উঠে এসেছে। যদিও বেশিরভাগের বিশ্বাস এটি ইউএফও। তবে অবিশ্বাস এবং সন্দেহ প্রকাশ করে বিল মিচেল নামে একজন ইউজার লিখেছেন, "এটা নিয়ে আমার দ্বিমত আছে। ভিনগ্রহী মহাকাশযানগুলিতে কেন আলো থাকবে? যদি তারা এখানে ছদ্মবেশে থাকতে চায়? আমি নিশ্চিত যে আলো ছাড়াই তাদের চারপাশে কী আছে তা দেখার ক্ষমতা তাদের আছে।"
🔥🚨BREAKING: This strange light was recorded by witnesses in the United States and Canada. Witnesses report colorful UAPs and other unexplained phenomena lighting up the sky. pic.twitter.com/wToGHdXJ4u
— Dom Lucre | Breaker of Narratives (@dom_lucre) April 15, 2025
অন্য এক ইউজার লিখেছেন, 'কানাডায় একাধিক ইউএফও দেখা গিয়েছে। যেহেতু অনেকেই ভিনগ্রহীদের অস্তিত্বে বিশ্বাস করেন না, তাঁরা মানতে চান না। তবে সাম্প্রতিক সময়ে ভিনগ্রহীদের পৃথিবীতে ঘোরাফেরা বেড়েছে। আমার ধারণা তাঁরা আমাদের উপর নজর রাখছে।' আরেক ইউজারের মতে এটি ড্রোন হতে পারে অনেকে আবার বলেছে এটি অরোরা বোরিয়ালিস।






















