Viral Video: চলন্ত গাড়ি থেকে ওড়ালেন টাকা! ভিডিও ভাইরাল হতেই পুলিশের জালে ইউটিউবার
Video Viral: গুরুগ্রামের ডিএলএফ গলফ কোর্স রোডের আন্ডারপাসে এই কাণ্ডটি ঘটান ইউটিউবাররা। এই ঘটনাটির ভিডিও করা হয়।যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
নয়া দিল্লি: সিনেমা দেখে এতটাই মোহিত যে, সেই দৃশ্যকে রিক্রিয়েট করতে গিয়ে এবার গ্রেফতার হলেন ইউটিউবার। তবে সিনেমার যে সে দৃশ্য নয়, টাকা ওড়ানোর দৃশ্য! শাহিদ কপূর অভিনীত ওয়েব সিরিজ 'ফারজি' সিনেমার মতো গাড়িতে বসে টাকা উড়িয়ে সোজা জেলে গেলেন দুই ব্যক্তি।
যদিও ঘটনাটি আজকের নয়, ২ মার্চ। গুরুগ্রামের ডিএলএফ গলফ কোর্স রোডের আন্ডারপাসে এই কাণ্ডটি ঘটান ইউটিউবাররা। এই ঘটনাটির ভিডিও করা হয়।যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল হতেই তা নজরে আসে পুলিশের। এরপর ইউটিউবার জোরাভার সিং কলসি এবং তার বন্ধু লাকি কামবোজকে গ্রেফতার করে।
ভিডিওতে দেখা যায়, জোরাভার সিং কলসি গাড়ি চালাচ্ছেন এবং মুখোশ পরা অবস্থায় লাকি কাম্বোজকে সাদা ব্যালেনোর ডিকি থেকে নগদ ছুঁড়তে দেখা যায়।
#WATCH | Haryana: A video went viral where a man was throwing currency notes from his running car in Gurugram. Police file a case in the matter.
— ANI (@ANI) March 14, 2023
(Police have verified the viral video) pic.twitter.com/AXgg2Gf0uy
আরও পড়ুন, এশিয়ায় এই প্রথম! বন্দে ভারতের প্রথম মহিলা চালক হয়ে রেকর্ড গড়লেন সুরেখা যাদব
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে, গুরুগ্রাম পুলিশ বিষয়টি বিবেচনা করে। বিপজ্জনক ড্রাইভিং এবং অন্যদের জীবন বিপন্ন করার জন্য মোটর আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করে।
ডিএলএফ গুরুগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কৌশিক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন , "পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওর মাধ্যমে একটি ঘটনার কথা জানতে পেরেছিল যেখানে দুই ব্যক্তি একটি গাড়ি থেকে টাকা ছুড়ছিল।