Maldives Video: মলদ্বীপে বিভীষিকা! সমুদ্রে নামতেই মাথা খেতে তেড়ে এল হাঙর! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
Viral Video of Maldives: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রে স্কুবা ডাইভ করতে নামা একটি ব্যক্তিকে ভয়ঙ্কর ভাবে তাড়া করেছে একটি হাঙর।
নয়া দিল্লি: পর্যটক থেকে ভ্রমণপিপাসুদের পছন্দের জায়গার তালিকায় যে সমুদ্রনগরী রয়েছে তার মধ্যে মলদ্বীপ আছেই। সমুদ্র সৈকতের রূপের টানেই মলদ্বীপে যান হাজার হাজার পর্যটকরা। গোটা মলদ্বীপজুড়েই গড়ে উঠেছে বিরাট পর্যটনস্থল। কিন্তু সেখানেই হয়ে গেল এক ভয়ঙ্কর বিপদ।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রে স্কুবা ডাইভ করতে নামা একটি ব্যক্তিকে ভয়ঙ্কর ভাবে তাড়া করেছে একটি হাঙর। শুধু তাই নয় বাগে পেয়ে মাথা কামড়ানোরও চেষ্টা করে সে। অনেকবারের চেষ্টাতেও না পেরে কিছুটা দূরে এগিয়ে যায় টাইগার শার্কটি। আর সেই সুযোগ বুঝেই তড়িঘড়ি সমুদ্র থেকে উঠে পড়েন ওই ব্যক্তি!
View this post on Instagram
তবে মলদ্বীপের ওই সমুদ্রে প্রায়ই হাঙর দেখা যায় তবে তা দ্বীপ বিশেষে। সেই মতো পর্যটকদের সতর্কও করা থাকে।
স্থানীয় প্রতিবেদনের প্রকাশিত খবর থেকে সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, দক্ষিণ কাফু অ্যাটলের একটি দ্বীপ মাফুশি থেকে একটি দল স্পিডবোটে করে ওই স্থানে গিয়েছিল। সেটি একটি পরিচিত ডাইভিং সাইট। স্কুবা ডাইভিংও করে থাকে ওখানে অনেকে।
আরও পড়ুন, ছাদ ভেঙে ঘরে ঢুকল দানবাকৃতি সাপ! আতঙ্কে চিৎকার! ভয়ঙ্কর সেই ভিডিও ভাইরাল
তবে মলদ্বীপে এমন হাঙরের আক্রমণ বিরল। বেশিরভাগ রিফ হাঙর পর্যটকদের এড়িয়ে চলে। এই এলাকাটিতে হাঙরদের আবাসস্থল হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানান হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে