Viral Video: ব্রিজ থেকে যানবাহন উধাও হয়ে যাচ্ছে জলের তলায়, নেদারল্যান্ডসের 'রিভার্স ব্রিজ'- এর ভিডিও ভাইরাল
Viral: ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রথমে মনে হবে এ কী দেখছেন। নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না।
Viral Video: এই দুনিয়ায় কত ধরনের আশ্চর্য জিনিস রয়েছে যা দেখলে শুধুই বিস্ময় জাগে। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই বিস্ময় জাগানো বিষয়গুলি। তেমনই একটি হল নেদারল্যান্ডের রিভার্স ব্রিজ (Revese Bridge)। নামেই রয়েছে চমক। নাম শুনে চমক লাগাই স্বাভাবিক। হয়তো এক মুহূর্তে আপনি কল্পনা করে নিতে পারেন যে এই ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি উল্টো দিকে চলাচল করে। আদতে বিষয়টি তা নয়। এই ব্রিজের ভিডিও ট্যুইটারে ভাইরাল (Viral Video) হয়েছে কিছুদিন আগে। আর তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। কিন্তু কী এমন রয়েছে এই ব্রিজে? তা জানতে হলে আগে একঝলকে দেখে নিন এই ব্রিজের ভাইরাল ভিডিওটি।
The 'reverse bridge' in Netherlands pic.twitter.com/8ulIRRMtix
— Alvin Foo (@alvinfoo) September 24, 2022
ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রথমে মনে হবে এ কী দেখছেন। নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। কারণ একঝলক দেখে মনে হবে ব্রিজের মাঝখান দিয়েই বয়ে গিয়েছে নদী। ব্রিজের একপ্রান্ত থেকে আসছে বিভিন্ন যানবাহন। তারপর হঠাৎ করেই জলের তলায় তা অদৃশ্য হয়ে যাচ্ছে। ফের ব্রিজের আর এক প্রান্তে আবার দেখা যাচ্ছে ওই সমস্ত যানবাহন। দেখে মনে হবে এ যেন ম্যাজিক হচ্ছে। দৃশ্যটা প্নেকটা এই রকম। ব্রিজের এক পাশ থেকে যানবাহন এসে অদৃশ্য হয়ে যাচ্ছে জলের নীচে। তারপর আবার ব্রিজের আর এক পাশে ওই যানবাহন দেখা যাচ্ছে। এদিকে ব্রিজের মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। সেখানে চলছে নৌকা, জাহাজ। সবটাই কেমন যেন অবিশ্বাস্য ব্যাপার। এই ভিডিও ট্যুইটারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা। ট্যুইটারে শেয়ার হওয়ার পর থেকে ৮.৪ মিলিয়নের বেশি ভউ হয়েছে এই ভিডিওর।
আসল রহস্য রয়েছে এই ব্রিজের নির্মাণে। যাঁরা এই ব্রিজ ডিজাইন করেছেন এবং তৈরি করেছেন তাঁরা কার্যত ম্যাজিকই দেখিয়েছেন। জলের তলায় রয়েছে ব্রিজের একটা অংশ। ব্রিজের একপাশ থেকে এসে যানবাহন সেখানেই ঢুকে যাচ্ছে। ফের উঠছে ব্রিজের আর এক প্রান্তে। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আরও পড়ুন- অদ্ভুত দর্শন সামুদ্রিক প্রাণী, পুরো দেহই স্বচ্ছ কাচের মতো, ভাইরাল ভিডিও