Viral Video: দক্ষিণ ভারতে কাশ্মীর-দৃশ্য! 'বরফের চাদরে ঢাকল' হায়দরাবাদ?
Video Viral: বৃহস্পতিবার বিকেলে যে শিলাবৃষ্টি হয়েছিল তার ভিডিও এবং ছবি টুইট করেছেন স্থানীয়রা।
নয়া দিল্লি: এক ঝলকে দেখে বোঝার উপায় নেই। মনে হবে এ দৃশ্য কাশ্মীরেরই। বরফে ঢেকেছে রাস্তা, বরফের চাদর সরিয়ে গাড়ি চলছে ধীর গতিতে। রাস্তার চারিপাশেও বরফ। কিন্তু অবাক করা ঘটনা, এটি কাশ্মীর নয় কিন্তু! এটা হায়দরাবাদ।
বিরল আবহাওয়ার ঘটনার জেরে তেলেঙ্গানার ভিকারাবাদে ভারী শিলাবৃষ্টি হয়েছে। যার ফলে শহরটি বরফের সাদা চাদরে ঢেকে গেছে। বৃহস্পতিবার বিকেলে যে শিলাবৃষ্টি হয়েছিল তার ভিডিও এবং ছবি টুইট করেছেন স্থানীয়রা।
Roads turn into white. It's not Switzerland. #Hailstorm lashes at Marpalle in Vikarabad dist, Telangana. pic.twitter.com/wpqm5flgqg
— ℙ𝕣𝕦𝕕𝕧𝕚🇮🇳 (@imprudvii) March 16, 2023
সেখানে লেখা হয়েছে, 'এটা সুইজারল্যান্ড না। তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার মারপালে শিলাবৃষ্টি হয়েছে। মনে হচ্ছে যেন কাশ্মীর। সাদা চাদরে ঢেকেছে রাস্তাঘাট'।
অন্য একজন টুইটার ইউজার লিখেছেন, "এক মুহুর্তের জন্য, আমি এটিকে কাশ্মীর ভেবে ভুল করেছিলাম। কিন্তু এটি আসলে আমাদের ভিকারাবাদ'।
আরও পড়ুন, সমুদ্রে ঘাপটি মেরে বীভৎস এক প্রাণী! জলে পা দিতেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা
অনেকেই এমন আবহাওয়া দেখে অবাক হয়েছিল। ভিকারাবাদকে কাশ্মীর বা সুইজারল্যান্ডের সঙ্গেও তুলনা করেছে অনেকেই। জানা গিয়েছে, যে শিলাবৃষ্টি এই অঞ্চলে ব্যাপক ফসলের ক্ষতি করেছে। অসময়ের বৃষ্টিতে ভুট্টা, আম, পেঁপে ও সবুজ ছোলা চাষিদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।
For a moment, I mistook it for #Kashmir, but it's actually our very own #Vikarabad 😳😲#Hyderabad #HyderabadRains #hailstorm #Telangana #rains#Hyderabad pic.twitter.com/mvNL4gKhe0
— Mir Qurram Ali (@QurramaliBRS) March 16, 2023
For a moment, I mistook it for #Kashmir, but it's actually our very own #Vikarabad 😳😲#Hyderabad #HyderabadRains #hailstorm #Telangana #rains#Hyderabad pic.twitter.com/mvNL4gKhe0
— Mir Qurram Ali (@QurramaliBRS) March 16, 2023