Viral News: রেস্তোরাঁয় চিংড়ি খেতে গিয়ে ৩২ হাজারের বিল! টাকার অঙ্ক দেখে মাথা ঘুরল মহিলার
Food Video: জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গেই ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন মহিলা। কিন্তু শেষমেশ যে এমন অবস্থায় পড়তে হবে, যা বিব্রত করেছে সকলকেই।

কলকাতা: চিংড়ি খেতে আমরা কমবেশি সকলেই ভালবাসি। কিন্তু সেই চিংড়ি খেতে গিয়ে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি এক খাদ্যরসিক মহিলা। রেস্তোরাঁয় খেতে গিয়ে রীতিমতো পকেট তো বটেই, ব্যাঙ্ক ব্যালেন্সও ফাঁকা হয়েছে।
জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গেই ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন মহিলা। কিন্তু শেষমেশ যে এমন অবস্থায় পড়তে হবে, যা বিব্রত করেছে সকলকেই। যদিও ওই মহিলার অভিযোগ চিংড়ির যে এত দাম হবে তা বিলের আগে জানতেই পারেননি তিনি। যদিও মহিলার এই অভিযোগ নস্যাৎ করেছে ওই রেস্তোরাঁর কর্মীরা। নিউ ইয়র্ক পোস্টের মতে , রেস্তোরাঁর কর্মীরা ওই মহিলাকে জানিয়েছিলেন যে, 'জ্যান্ত লবস্টারের' (Live Lobster) দাম সেটির ওজনের উপর নির্ভর করবে এর সঙ্গে বাড়তি কিছুটা মূল্য যুক্তও হবে লাইভ কাউন্টারে সেটি বানানো হবে তাই।
যদিও মহিলার দাবি করেছেন যে রেস্তোরাঁর কর্মীরা তাদের জানায়নি যে নুডলসের অতিরিক্ত পরিবেশনের জন্য অতিরিক্ত ৮০৩ টাকা নেওয়া হবে। কারণ তাঁদের মোট বিল হয়েছিল প্রায় ৫০ হাজার টাকার উপর। এর মধ্যে চিংড়ির দামই নেওয়া হয়েছে ৩২ হাজার টাকা।
ওই মহিলা গলদা চিংড়ির ওজন সম্পর্কে জানতে রেস্তোরাঁর সঙ্গেও যোগাযোগ করেন। তাঁকে বলা হয় ওই লবস্টারটির ওজন ছিল ২.০৪ কেজি, দাম ছিল ৬৪৩১ টাকা। সেটিকে রান্না করে পরিবেশন করতে কেন ৩২ হাজার টাকা নেওয়া হল সেই প্রশ্ন করেছেন তিনি। নিউ ইয়র্কের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় যে রেস্তোরাঁটির ব্যবস্থাপনা স্বীকার করেছে যে গলদা চিংড়ির ওজন এবং দামের বিষয়ে যোগাযোগ করা হয়নি। রেস্তোরাঁটি একটি গলদা চিংড়ির খাবারের রান্নার প্রক্রিয়ার বিবরণ দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। এটি ব্যাখ্যা করেছে যে রান্না করার আগে গলদা চিংড়ির মাথা সরানো হয়, যা তাদের আদর্শ পদ্ধতি। আমরা আট বছর ধরে এই রেস্তোরাঁটি চালাচ্ছি এবং এটি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি।'
আরও পড়ুন, মদ্যপ হয়ে বিয়েতে পাত্র! হাতজোড় মেয়ের বিয়ে ভাঙলেন মা নিজেই, ভাইরাল ভিডিও!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















