Viral Video: খাঁচায় থাকা সিংহকে পোষ্য বানানোর চেষ্টা! ভয়ঙ্কর বিপদের সম্মুখীন পর্যটক, ভাইরাল ভিডিও
Viral: কী কাণ্ড ঘটেছে, দেখে নিন ভাইরাল ভিডিওতে।
Viral Video: সিংহকে পোষ মানাতে গিয়ে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছিলেন এক ব্যক্তি। আর সেই ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চিড়িয়াখানায় খাঁচার ভিতরে রয়েছে দুটি সিংহ। তাদের মধ্যে একটির গায়ে, মাথায় হাত বুলিয়ে তাকে পোষ মানানোর চেষ্টা করছিলেন এক পর্যটক। খাঁচায় থাকা দুটো গ্রিলের মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে সিংহটির গায়ে, মাথায় হাত বোলাচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁকে দেখে আর একটি সিংহকে পোষ মানাতে গিয়েছিলেন আর এক পর্যটক। প্রথম দিকে শান্তই ছিল দ্বিতীয় সিংহটি। কিন্তু যতই হোক, আদতে সিংহ বন্য প্রাণী। তায় আবার মেজাজে পশুরাজ। ফলে একটা সময়ের পরে মারাত্মক বিরক্ত হয়ে যায় সে। আর তাতেই ঘটে বিপদ। ভারাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দ্বিতীয় সিংহটির মাথায় হাত বোলাতে যাওয়ার সময় হঠাৎই ক্ষেপে যায় সিংহটি। এক ঝটকায় মাথা ঘুরিয়ে ওই ব্যক্তির হাত কামড়ে ধরে সে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন ওই ব্যক্তি। কোনওমতে হাত ছাড়িয়ে পালিয়ে যান খাঁচার সামনে থেকে। ততক্ষণে প্রবল তর্জন, গর্জন শুরু করেছে ওই সিংহটি। তার হাঁকডাক শুনে খাঁচার সামনে থেকে পালিয়ে যান অন্যান্য পর্যটকরাও। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
দেখে নিন সেই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও
Fook around............. pic.twitter.com/N8ETVsXQJr
— Vicious Videos (@ViciousVideos) December 26, 2022
ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। প্রায় সকলেই বলেছেন, দোষ ওই দুই ব্যক্তির। খাঁচার ভিতর হাত ঢুকিয়ে সিংহকে আদর করা বা পোষ মানানোর চেষ্টা করা মোটেই উচিত হয়নি তাঁদের। ১৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও। কোথায় এই ভয়ানক কাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ক্রমশ বাড়ছে লাই, ভিউ, কমেন্টের সংখ্যা। এর আগেও সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে সিংহকে পোষ মানানোর চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। তবে সবক্ষেত্রেই সমস্যা দেখা দিয়েছে এবং আহত হয়েছেন লোকজন।
আরও পড়ুন- বিয়ের ফটোশ্যুটের মাঝে ঢুকে পড়ল বাঁদর! কী হল তারপর... রইল ভাইরাল ভিডিও