Tsunami Explained: রাশিয়া, জাপানের ভূমিকম্প ও সুনামিতে চরম আতঙ্ক ! কীভাবে জন্ম নেয় এই ভয়ঙ্কর সুনামি ? ভূমিকম্পের সঙ্গে কী সম্পর্ক ?
Tsunami & Earthquake: জলের নিচে অগ্ন্যুৎপাত, ভূমিধস বা ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াল ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউয়ের প্রকোপকেই আদপে সুনামি বলা হয়। কীভাবে জন্ম নেয় এই সুনামি ?

Tsunami Terror: বুধবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হেনেছে আর এই ভূমিকম্পের জেরেই উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সমুদ্র। দেখা গিয়েছে সুনামি। ভূমিকম্পের পরেই ১৩ ফুট উঁচু হয়ে ধেয়ে এসেছে সমুদ্রের ঢেউ। জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও সুনামি সতর্কতা (Tsunami Explained) জারি হয়েছে ইতিমধ্যেই। জাপানের ইশিনোমাকি বন্দরে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। জারি হয়েছে সতর্কবার্তা। ভূমিকম্পের পরেই এই ভয়াল সুনামির ঘটনায় প্রশ্ন জেগেছে এই দুই ঘটনা কীভাবে পারস্পরিক সম্পর্কিত ? সুনামি কীভাবে জন্ম নেয় ?
সুনামি কী ?
জলের নিচে অগ্ন্যুৎপাত, ভূমিধস বা ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়াল ভয়ঙ্কর সামুদ্রিক ঢেউয়ের প্রকোপকেই আদপে সুনামি বলা হয়। সমুদ্রতলের হঠাৎ স্থানান্তরের কারণে এই বিশাল সামুদ্রিক ঢেউ তৈরি হয় যা স্বাভাবিক বাতাসের টানের ফলে সৃষ্ট ঢেউয়ের থেকে অনেক উঁচু হয়ে থাকে। ভূত্বকের এই আন্দোলন জলকে উল্লম্বভাবে ধাক্কা মারে আর এর ফলেই বিরাট সমুদ্রতল (Tsunami Explained) জুড়ে জেট স্পিডে চলাচল করতে থাকে এই ঢেউ। তীরের কাছে আসার সঙ্গে সঙ্গে এই ঢেউয়ের ক্ষমতা আরও বাড়ে এবং এর উচ্চতা ৩০ ফুট পর্যন্ত হতে পারে। আর এই সুনামি সমুদ্রতীর থেকে অভ্যন্তরে কয়েক কিলোমিটার পর্যন্ত এলাকা ধূলিসাৎ করে দিতে পারে।
৮০ শতাংশ ক্ষেত্রেই সুনামির মূল কারণ থাকে সমুদ্রের অভ্যন্তরে প্রবল ভূমিকম্প। তাছাড়া ভূমিধস, উল্কাপাত কিংবা গ্যাস বিস্ফোরণের কারণেও সুনামি হয়ে থাকে। তবে যে কোনও ভূমিকম্পেই সুনামি দেখা যায় না। ভূমিকম্পের তীব্র মাত্রা সীমা পেরোলে যে আন্দোলন দেখা দেয় জলের মধ্যে তা সুনামি তৈরি করতে পারে।
ভূমিকম্পের সঙ্গে কী যোগসূত্র সুনামির ?
সমুদ্রের তলদেশে সাবডাকশন জোনে অর্থাৎ যেখানে একটি পাত অন্যটির নিচে ডুবে গিয়েছে সেখানে সংঘর্ষ হলে এই পাতগুলি তখন পিছলে যায় অনেকটা আর এর ফলেই বিপুল পরিমাণ জল উল্লম্বভাবে স্থানান্তরিত হয়। এই আকস্মিক গতিই সুনামি তৈরির কারণ। সাধারণ ৭.০ বা এর বেশি মাত্রার ভূমিকম্প সমুদ্রের তলদেশে দেখা দিলেই বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রার পশ্চিম উপকূলে ৯.১-৯.৩ মাত্রার ভূমিকম্প ইতিহাসে সবথেকে বিধ্বংসী ঘটনাগুলির শীর্ষে। এই কারণে সবথেকে বিধ্বংসী সুনামি দেখা দিয়েছিল ২০০৪ সালে যা ভারত মহাসাগরের সুনামি নামে পরিচিত।






















