Happy New Year 2025: নববর্ষ উদযাপন শুরু ইতিমধ্যেই, সবার প্রথম কোন দেশে পালিত হয় নিউ ইয়ার ?
New Year Celebrations: আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের শেষ দিন। ইতিমধ্যেই নববর্ষ উদযাপন শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আজ যত সময় এগোচ্ছে, তত যেন উদযাপনের মাত্রা আরও বাড়ছে।
New Year Celebrations: আজ ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের শেষ দিন। ইতিমধ্যেই নববর্ষ উদযাপন শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। আজ যত সময় এগোচ্ছে, তত যেন উদযাপনের মাত্রা আরও বাড়ছে। নতুন বছরের সূচনা হবে দারুণ জমকালো ভঙ্গিতে। শুধু ভারত নয়, বিভিন্ন দেশে নববর্ষকে (New Year 2025) ঘিরে নানা উত্তেজনার পরশ ছড়িয়ে রয়েছে। জানেন কী সবার প্রথম কোন দেশে পালিত হয় নিউ ইয়ার ? জেনে নিন সারা বিশ্বে কীভাবে পালিত হয় নববর্ষ।
প্রথম নববর্ষ উদযাপন হয় এখানে
বিশ্বের সমস্ত দেশের মধ্যে কিরিবাটি প্রজাতন্ত্রের অন্তর্গত কিরিটিমাটি বা ক্রিসমাস দ্বীপে সবার প্রথম পালিত হয় নববর্ষ। এটি প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ। ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় ইতিমধ্যেই এখানে নববর্ষ পালন (New Year 2025) শুরু হয়ে গিয়েছে। ঠিক এর কিছুক্ষণ পরেই নিউজিল্যান্ডের ছটম দ্বীপে দুপুর ৩টে ৪৫ মিনিটে পালিত হয়েছে নববর্ষ। আর এরপরে যথাক্রমে অকল্যান্ড, ওয়েলিংটনে নববর্ষ উদযাপন হয়েছে। জানা যায়, ভারতের আগে এরকম ৪০টি দেশে প্রথমে নববর্ষ উদযাপিত হবে। সারা বিশ্বে মোট ২৪টি টাইম জোন রয়েছে। আর প্রত্যেকটি ক্ষেত্রে নিজ নিজ প্রমাণ সময় রয়েছে। আর তাই বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে নববর্ষ উদযাপন হয়ে থাকে।
অকল্যান্ড ওয়েলিংটনের পরে নববর্ষ পালিত হবে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, অ্যাডেলেইড, ব্রোকেন হিল, সেডুনা কুইন্সল্যান্ড ইত্যাদি এলাকায়। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় নববর্ষ পালিত হবে সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা, ফিজি-তে, তারপর রাত আটটায় উদযাপন হবে কুইন্সল্যান্ড ও উত্তর অস্ট্রেলিয়াতে।
সবার শেষে কোথায় পালিত হয় নিউ ইয়ার
মার্কিন মুলুকের জনবসতিহীন এলাকা বেকার দ্বীপ এবং হাউল্যান্ড দ্বীপে বিশ্বের মধ্যে সবথেকে শেষে নববর্ষ উদযাপন (New Year 2025) হয়ে থাকে। আবার অনেকে বলেন প্রশান্ত মহাসাগরের দ্বীপ সামোয়াতেও এর খানিক আগে নিউ ইয়ার পালিত হয়। ১ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার সময় এখানে নিউ ইয়ার উদযাপিত হয়।
ভারতের আগেই নিউ ইয়ার পালন ৪০টি দেশে
টাইম জোনের দিক থেকে এগিয়ে থাকার কারণে বিশ্বের মোট ৪১টি দেশে ভারতের আগেই নিউ ইয়ার পালিত হয়। এর মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কিরিটিবাটি, সামোয়া, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, রাশিয়ার কিছু অংশ, মায়ানমার, জাপান, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে ভারতের আগেই নিউ ইয়ার পালিত হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral Video: ছেলের বিয়েতে ২০ জন রাশিয়ান নর্তকী আনল বাবা ! ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা